প্রকল্পের নাম বদলের জের, রাজ্যের ৯০০ কোটি টাকা আটকে দিল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ ফের কেন্দ্রের নিশানায় রাজ্য। এবার প্রকল্পের নাম বদলের জন্য ‘বাংলা মাতৃপ্রকল্প’-এ টাকা পাচ্ছে না বাংলা। গত দুইবছরে প্রায় 900 কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন আমাদের মায়েরা। বিধানসভায় এদিন স্বাস্থ্য বাজেট পেশ করার সময় এই অভিযোগ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথমবার কোনো মহিলা সন্তানসম্ভবা হলে তাঁদের ‘বাংলা মাতৃপ্রকল্প’-এ মোট 5 হাজার টাকা দেবে সরকার। এক্ষেত্রে অন্তঃসত্ত্বার আধার কার্ড থাকতে হবে এবং তাহলেই নিজস্ব bank account-এ তিন কিস্তি মিলিয়ে মোট 5 হাজার টাকা পেয়ে যাবেন তাঁরা। অন্তঃসত্ত্বা মহিলাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করতেও নির্দেশ দেয় সরকার।

নাম নথিভুক্ত হওয়ার কিছু সপ্তাহের মধ্যে এক হাজার টাকা দেওয়া হয়। শিশু জন্মানোর ঠিক 14 সপ্তাহ পর দ্বিতীয় কিস্তির 2 হাজার টাকা তুলে দেওয়া হয় নতুন মায়েদের হাতে। এবং শিশু হওয়ার 6 মাস পর শেষ কিস্তিতে আরো 2 হাজার টাকা পায় নতুন মায়েরা। নতুন মায়েদের খাওয়াদাওয়ায় যাতে কোনো সমস্যা না সৃষ্টি হয়, সে কারণেই এই প্রকল্প শুরু করে রাজ্য সরকার।

কিন্তু, বৃহস্পতিবার বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কেন্দ্র-এর দেওয়া এই প্রকল্পটির নাম ‘প্রধানমন্ত্রী মাতৃবন্দনা’। তবে রাজ্য সরকার এর নাম বদলে রাখে ‘বাংলা মাতৃপ্রকল্প’ আর তার জেরে ওই প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র।

অর্থমন্ত্রী জানান, “এই প্রকল্পের নাম বদলালে সমস্যা কোথায়? কেন আমাদের মায়েদের বঞ্চিত করা হলো? এটা গভীরতম ষড়যন্ত্র। বাংলার মেধাকে হত্যা করার জন্য চক্রান্ত চালাচ্ছে কেন্দ্র।”


Sayan Das

সম্পর্কিত খবর