বাংলাহান্ট ডেস্ক: মা টলিউডের প্রথম সারির অভিনেত্রী। ছেলেও যে এই ইন্ডাস্ট্রিতে আসবেন সেই সম্ভাবনাটা ছিলই। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও অভিমন্যু চট্টোপাধ্যায়কে (Abhimanyu Chatterjee) নিয়ে। মায়ের দেখাদেখি তিনিও পা রাখলেন টলিপাড়ায়। তবে অভিনয় দিয়ে নয়। অভিমন্যুকে দেখা যাবে পরিচালক রূপে।
নতুন ছবির কাজ শুরু করেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পরিচালক হিসাবে এটাই তাঁর প্রথম ছবি। শনিবার সেখানেই দেখা মিলল শ্রাবন্তী পুত্রের। সঙ্গে মডেল প্রেমিকা দামিনী ঘোষ। পরিচালনার কাজ, ক্যামেরার শট সব লক্ষ্য করেছেন এক মনে।
না, শ্রীজাতর ‘মানবজমিন’এ বিশেষ কোনো দায়িত্ব পাননি অভিমন্যু। তিনি এখন ‘অবজার্ভার’ এর পর্যায়ে রয়েছেন। ভবিষ্যতে পরিচালক হওয়ার জন্য এই ছবি দিয়েই হাতেখড়ি হল অভিমন্যুর। শ্রাবন্তী অবশ্য আগেই জানিয়েছিলেন, তাঁর মতো অভিনয় নয়। অভিমন্যুর ইচ্ছা পরিচালক হওয়ার। ক্যামেরার পেছনেই বেশি স্বচ্ছন্দ থাকেন তিনি।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মানবজমিনের শুটিং। আপাতত নন্দন আর ময়দানেই হয়েছে শুটিং। শ্রীজাতর ছবি পরিচালনার ইচ্ছা অবশ্য সাম্প্রতিক নয়। প্রায় ২২ বছর আগে তাঁর ইচ্ছে জেগেছিল পরিচালক হওয়ার। এতদিন পর পূরণ হল সেই ইচ্ছা।
শ্রীজাত জানান, মানবজমিনের গল্প বাস্তব জীবনে দেখা চরিত্রগুলির উপরে ভিত্তি করেই তৈরি হচ্ছে। মানুষগুলিকে বাস্তবে কাছ থেকে দেখেছেন তিনি। তখনি মনে হয়েছে এই চরিত্রগুলি, এদের অনুভূতি নিয়ে একটা আস্ত সিনেমা বানানো যায়। তারই ফসল মানবজমিন।
গত বছরের সেপ্টেম্বর মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাড়ন্ত করোনা, বিধিনিষেধের জেরে পিছিয়ে শুরু হল ২০২২ এ। ছবিতে জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। দুর্ঘটনার পর এটাই কিন্তু প্রিয়াঙ্কার প্রথম ছবি। গত তিন মাস ধরে বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি।
মানবজমিনে বেশ অন্য রকম লুকে দেখা মিলবে প্রিয়াঙ্কার। এই ছবি দিয়ে অভিনয়ে ডেবিউ করছেন শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা।