বাংলাহান্ট ডেস্ক: এখন যারা টলিউড বলিউডের নামী অভিনেতা অভিনেত্রী, তারা ছোটবেলায় (Childhood Photo) কেমন দেখতে ছিলেন তা নিয়ে কৌতূহল থাকেই আমজনতার। মাঝে মধ্যে তারকারা নিজেরাই শেয়ার করেন তাদের ছোটবেলার ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনি একটি ছবি। দেখুন তো অভিনেত্রীকে চিনতে পারেন কিনা?
গোলাপী ফ্রক পরে, মাথায় দুটি ঝুঁটি বেঁধে হাসিমুখে দাঁড়িয়ে যে পুঁচকে মেয়েটি তাকে চিনলেন? এই মিষ্টি মুখের মেয়েটিই এখন টলিউডের অন্যতম নামী অভিনেত্রী। সদ্য বলিউডেও পা রেখেছেন। এমনকি টলিউডের সুপারস্টার অভিনেতার সঙ্গে বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে তাঁর।
হ্যাঁ, মিষ্টি মুখের এই মেয়েটিই আজ টলিউডের হট অভিনেত্রী রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে আজ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তাঁর বেশিরভাগ ছবিই দেবের সঙ্গে। গত বছর বলিউডেও ডেবিউ করে ফেলেছেন রুক্মিনী। বিদ্যুৎ জাম্বালের বিপরীতে তাঁর রসায়ন বেশ জনপ্রিয় হয়েছে।
সম্প্রতি নিজের দাদার জন্মদিনে ছোটবেলার কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানেই দেখা মিলল ছোট্ট রুক্মিনীর। দাদার পাশে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন তিনি। ‘ভাইদা’র জন্মদিনে মিষ্টি করে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রুক্মিনীর ছোট্ট বেলার ছবিগুলি।
https://www.instagram.com/p/CbjuqlZlm4K/?utm_medium=copy_link
প্রসঙ্গত, আগামীতে ‘কিশমিশ’ ছবিতে দেখা যাবে রুক্মিনীকে। তাঁর বিপরীতে রয়েছেন দেব। এক আধুনিক কলেজ পড়ুয়ার মেয়ে রোহিণীর পাশাপাশি পুরনো দিনের একটি চরিত্রও ফুটিয়ে তুলবেন তিনি পর্দায়। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে কিশমিশ।