বাংলাহান্ট ডেস্ক: রবিবার, ২৭ মার্চ সম্প্রচারিত হল জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২২’ (Sonar Sangsar Award)। চ্যানেলের সবকটি সিরিয়াল, নন ফিকশন শোয়ের মধ্যে সেরাদের বেছে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। নতুন পুরনো মিলিয়ে বেশ কয়েকটি সিরিয়ালের একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীদের হাতে উঠল সেরার সম্মান। কিন্তু অ্যাওয়ার্ড শো শেষ হতেই চ্যানেলের উপরে ক্ষোভ উগরে দিলেন নেটনাগরিকরা।
অনেকদিন ধরেই এই অ্যাওয়ার্ড শোয়ের অপেক্ষায় ছিলেন দর্শকরা। লাইভ শোটি বেশ কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেলেও সম্প্রচারণ হল রবিবার। প্রিয় অভিনেতা অভিনেত্রীদের পারফর্ম্যান্স এবং কে কোন অ্যাওয়ার্ড পেল তা জানার জন্য মুখিয়ে ছিলেন সকলে। কিন্তু শো শেষ হওয়ার পর অনেকেই আশাহত। দর্শকদের অধিকাংশের দাবি, ‘মিঠাই’ (Mithai) এর সঙ্গে অবিচার করা হয়েছে।
এদিন যমুনা ঢাকি, অপরাজিতা অপু, কড়ি খেলা, এই পথ যদি না শেষ হয়, এমনকি উমা সিরিয়ালের নায়ক নায়িকাদেরও ডুয়েট পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে। কিন্তু যে সিরিয়াল এতদিন ধরে চ্যানেলের সম্মান রেখে এল, এমনকি এখনো পর্যন্ত লড়াই করছে সেই ‘মিঠাই’ সিরিয়ালের একটাই পারফর্ম্যান্স কেন? অন্যদের মতো সিড মিঠাই জুটির আলাদা পারফর্ম্যান্স হল না কেন? প্রশ্ন দর্শকদের। এমনকি কয়েকজন কটাক্ষ করেছেন, সিড মিঠাইকে জুটি হিসাবে ভাবতেই পারে না জি বাংলা!
https://www.instagram.com/p/CbmyCQrBlbY/?utm_medium=copy_link
অভিযোগের এখানেই শেষ নেই। এদিন বেশ কয়েকটি অ্যাওয়ার্ড মিঠাই পরিবারের ঝুলিতে গেলেও দর্শকদের অভিযোগ, এই কটা অ্যাওয়ার্ড যথেষ্ট নয়। মিঠাইয়ের গোটা টিমের যা দক্ষতা তাতে ওদের আরো বেশি অ্যাওয়ার্ড পাওনা। কয়েকজন আরো একটি বিষয় নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।
সবার প্রিয় ‘সিদ্ধার্থ’ অর্থাৎ আদৃত রায়, যিনি কিনা প্রথম সিরিয়ালেই সবার মন জয় করে নিয়েছেন, তাঁর সঙ্গে এই অবিচার কেন? ‘প্রিয় বর’ এর পুরস্কার সিদ্ধার্থকে না দিয়ে দেওয়া হল অন্য ‘অযোগ্য’ অভিনেতাদের। এটাকে ‘নেপোটিজম’ বলে অভিযোগ করেছেন অনেকে।
কয়েকজন দাবি করেছেন, আদৃতের একাধিক গানও কেটে দেওয়া হয়েছে চ্যানেলের তরফে। অতিথি শিল্পী জাভেদ আলির সঙ্গে নাকি আদৃতের একটি গানের দৃশ্য ছিল। সেটি বাদ দেওয়া হয়েছে। এছাড়াও সিরিয়ালের জনপ্রিয় ‘গিলি গিলি আখ্যা’ গানটিও গেয়েছিলেন আদৃত। অথচ সেটাও নেই শোতে। শুধুমাত্র আদৃতের একটি গানের সঙ্গে মিঠাইয়ের নাচের দৃশ্যটি রাখা হয়েছে। নেটিজেনদের ক্ষোভ, জি বাংলা আসল প্রতিভার সম্মানই করতে জানে না।