বাংলা হান্ট ডেস্কঃ দেশে আবারও বাড়লো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। 1 এপ্রিল থেকে প্রতিটি 19 কেজি সিলিন্ডারের দাম বাবদ সকলকে 250 টাকা বেশি গুনতে হবে। আর এতেই কপালে চিন্তার ভাঁজ পরেছে মানুষের। ফলে প্রতি বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম দাঁড়ালো 2253 টাকা। তবে আশার কথা, দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি।
গত দুই মাসে ধরলে এই বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার প্রতি 346 টাকা বেড়েছে। এর আগে 1 লা মার্চ এলপিজির দাম 105 টাকা বাড়ানো হয়েছিল। ফলে 1 লা মার্চ দিল্লিতে যে সিলিন্ডারের দাম 2012 টাকা উঠেছিলো, তা পরবর্তী 22 শে মার্চ 9 টাকা কমিয়ে 2003 টাকা হয় ফলে অনেকেই ভাবে এরপর হয়তো আর বাড়বে না গ্যাসের দাম৷ কিন্তু আজ থেকে 250 টাকা বৃদ্ধির পর তা হয়ে গেলো 2253। কলকাতায় এই সিলিন্ডার পাওয়া যাবে 2351 টাকায় যেখানে মুম্বইতে 2205 টাকা এবং চেন্নাইতে প্রতি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের পিছনে খরচ হবে 2406 টাকা।
সদ্য পাঁচ রাজ্যের নির্বাচনের পর পেট্রোল, ডিজেল ও এলপিজির দাম ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে যার ফলে টান পরেছে প্রতিটি মানুষের পকেটে। 22 শে মার্চ ভর্তুকিযুক্ত সকল এলপিজি সিলিন্ডারের দামও 50 টাকা বাড়ানো হয়।
বর্তমানে আর্থিক সংকটের মধ্যে হাঁসফাঁস অবস্থা সকলের। প্রধান চার শহরে দেখতে গেলে দিল্লিতে 949.50 টাকা, কলকাতায় 976 টাকা, মুম্বাইতে 949.50 টাকা এবং চেন্নাইতে 965.50 টাকায় দেওয়া হচ্ছে প্রতিটি সিলিন্ডার গ্যাস। সকলের এখন চিন্তার বিষয়, এই সংকটের মাঝে কবে গ্যাসের দাম কমবে। তবে এ বিষয়ে কোনো আশার আলো নেই বলেই মত বিশেষজ্ঞদের।