কোলাহল থেকে বহুদূরে কাশ্মীরে শোভন বৈশাখীর হানিমুন ট্রিপ? রইল ফটো অ্যালবাম

বাংলাহান্ট ডেস্ক : একই সঙ্গে বাংলার সবচেয়ে বিতর্কিত এবং হিট জুটি হল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদের প্রেম কাহিনি হার মানায় যে কোনো সিনেমার প্লটকেও। প্রেমের টানে ঘর সংসার, পদ, রাজনৈতিক কেরিয়ার সবই ছেড়েছেন এককালের দুঁদে তৃণমূল নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। স্বামী সংসার ছেড়ে এসেছেন বৈশাখীও। অনেকের মতেই কলির ‘রাধাকেষ্ট’ তাঁরা। শোনা যায় বিয়েও নাকি সেরে ফেলেছেন এর মধ্যেই।

277525404 3064840010440640 642154307164052347 n

দুর্গাপুজো থেকে ইতুপুজো সবেতেই রঙমিলান্তি পোষাকে সেজে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। নিজেদের প্রেম সব্বাইকে দেখিয়ে তবেই শান্তি তাঁদের।

277298835 3064835417107766 7641686351233588393 n

এবার এই জুটিকেই দেখা গেল কাশ্মীরে। আপাতত ভূস্বর্গে ছুটির মেজাজেই প্রেমময় সময় কাটাচ্ছেন তাঁরা।

277528304 3064834987107809 2665760053132677222 n
সপরিবারেই কাশ্মীরে ঘুরতে গিয়েছেন এই প্রেমিক দম্পতি। এই ‘রোম্যান্টিক’ ছুটিতে তাঁদের সঙ্গে রয়েছে বৈশাখী কন্যা মেহুলও। আর বৈশাখী দেবীর ফেসবুকেই উঠে এলো এই সফরের একাধিক মুহূর্ত।

277577812 3064833677107940 2701421878135783629 n

একাধিক সময়ে প্রেমের ফ্রেমে বন্দি তাঁরা। কখনও বরফ নিয়ে মাখামাখি, কখনও আবার টিউলিপ বাগানের মধ্যে পারিবারিক ছবি সবেতেই তাঁরা নজর কেড়েছেন নেটিজেনদের।

277109173 3064835570441084 3697541779283779283 n
গুলমার্গের বরফে ঢাকা নৈসর্গিক পরিবেশে শোভনকে জড়িয়ে অন্তরঙ্গ মুহুর্তেও ধরা দিয়েছেন বৈশাখী। তাঁদের প্রেম কার্যতই হিংসা জাগাবে যে কারওই মনে।

277519384 3064838087107499 8747429839810869090 n
শোভনের সঙ্গে একটি ছবিকে দেখা যাচ্ছে একা মেহুলকেও। কার্যতই ‘বাবা মেয়ের’ মতন ছুটির মেজাজে দুজন।

277354727 3064835083774466 1801539990781260723 n

হাজার বিতর্ক, হাজার সমালোচনা তাঁদের নিয়ে। তবুও একে অপরে মজে শোভন বৈশাখী। ভালোবাসায় কার্যতই অন্ধ তাঁরা। ট্রোল,মিম কোনো কিছুকেই পাত্তা না দিয়ে ভালোবাসার প্রতিটি মুহুর্তই উদযাপন করতে দেখা যায় এই জুটিকে।

277666148 3064833990441242 268057933246927053 n

এবারেও অন্যথা হল না তার। শহরের কোলাহল থেকে বহু দূরে ভূস্বর্গ কাশ্মীরে এবার একে অপরের প্রেমে ভাসতে দেখা গেল তাঁদের।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর