প্রতারণা করেছেন হিরো আলম! অভিযোগ তুলে পুলিসে ডায়েরি সঙ্গীতশিল্পীর

বাংলাহান্ট ডেস্ক: আবারো আইনি বিপাকে হিরো আলম (Hero Alom)। বাংলাদেশের নায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অনুমতি ব‍্যতীত একটি মিউজিক ভিডিও নিজের ইউটিউব চ‍্যানেলে আপলোড করার অভিযো উঠেছে তাঁর বিরুদ্ধে। ঢাকার কলাবাগান থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে হিরো আলমের নামে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, মিউজিক ভিডিও নির্মাতা তারেক আজিজ নিশক এমন অভিযোগ এনেছেন হিরো আলমের বিরুদ্ধে। তাঁর দাবি, তাঁর বানানো একটি মিউজিক ভিডিও বিনা অনুমতিতে নিজের ইউটিউব চ‍্যানেলে আপলোড করেছেন হিরো আলম।

hero alam
জেনারেল ডায়েরিতে ওই ব‍্যক্তি দাবি করেছেন, ২০২১ সালে কোপা আমেরিকা ফাইনালের সময় একটি টিভি চ‍্যানেলের জন‍্য মেসিকে নিয়ে একটি গান বানিয়েছিলেন তিনি। ‘উই লভ মেসি’ নামে গানটি ইউটিউব চ‍্যানেলেও আপলোড করেছিলেন।

পরে সেই ভিডিওটিই আশরাফুল আলম ওরফে হিরো আলম বিনা অনুমতিতে নিজের দুটি ইউটিউব চ‍্যানেলে আপলোড করেন। তাঁকে নিষেধ করেও কোনো লাভ হয়নি। উলটে হিরো আলম ওই ব‍্যক্তির ইউটিউব চ‍্যানেলে স্ট্রাইক দেন। উপরন্তু চ‍্যানেলটি নষ্ট করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ।

যদিও বিষয়টা অস্বীকার করেছেন হিরো আলম। সংবাদ মাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার সুনাম নষ্ট করতে একটি চক্র হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে। আমি কিছু অন‍্যায় করিনি। পুলিস তদন্ত করুক। এর বেশি কিছু বলার নেই আমার।”

কখনো মিউজিক ভিডিও বানিয়ে, আবার কখনো গান গেয়ে মনোরঞ্জন করার চেষ্টা করেন তিনি। এর জেরে প্রায় প্রতিবারই হাসির পাত্র হন বটে, কিন্তু হাল ছাড়েন না হিরো আলম। সম্প্রতি নিজের আত্মজীবনী লিখেছেন হিরো আলম। ব‍ইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব’। প্রচ্ছদে জ্বলজ্বল করছে হিরো আলমেরের ছবি।

নিজের আত্মজীবনী সম্পর্কে হিরো আলম বলেন, বইটি আত্মজীবনী বটে, তবে উদ্দীপনামূলকও বটে। নিজের বই সম্পর্কে হিরো আলম বলেন, বইটি কেনা না কেনা বড় কথা নয়। তিনি সবাইকে অনুরোধ করবেন বইটি একবার হলেও পড়তে।


Niranjana Nag

সম্পর্কিত খবর