ঝড় আছড়ে পড়ল পাকিস্তান ক্রিকেটেও! ইমরান খানের পর এবার গদি হারাতে পারেন রমিজ রাজা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, অত্যন্ত ডামাডোলের পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরোধী দলগুলি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ইস্তফার দাবিতে সরব হয় এবং শেষ পর্যন্ত শনিবার রাতের দিকে প্রধানমন্ত্রীর পদ চলে যায় ইমরান খানের। আর এরপরে এই বিতর্কের রেশ শেষ পর্যন্ত এসে পৌঁছালো পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর।

শোনা যাচ্ছে, ইমরান খানের পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রামিজ রাজা। এই খবরটি কতটা সত্য তা ভবিষ্যত বললেও পাকিস্তানের বিভিন্ন সূত্র জানিয়েছে, খুব দ্রুতই রামিজ রাজা নিজের সিদ্ধান্ত জানাতে চলেছেন।

প্রসঙ্গত, বিরোধীরা ইমরান খানের সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব পেশ করে যা নিয়ে কম নাটকও হয়নি দেশে। এরপরেও ইমরান খান ইস্তফা না দেওয়ার ব্যাপারে অনড় ছিলেন। যদিও শেষপর্যন্ত পদত্যাগ বাঁচাতে পারেননি প্রাক্তন পাকিস্তানি এই খেলোয়াড়। অবশেষে সংসদে ইমরান সরকার পতনের পক্ষে 174টি ভোট পড়ার সাথে সাথেই পাকিস্তানে ইমরান যুগের অবসান ঘটে।

পাকিস্তানে ইমরান যুগের অবসানের পরই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে রামিজ রাজার ইস্তফার জল্পনা শুরু হয়েছে। গতবছর সেপ্টেম্বর মাসে ইমরান খানের প্রধানমন্ত্রী থাকার সময়কালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রামিজ রাজা প্রতিষ্ঠিত হন। ফলে এটা সকলেরই জানা যে, প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশেরই চেয়ারম্যান হিসেবে জায়গা দখল করেন রামিজ রাজা। আর এবার ইমরান খান যখন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নিলেন তখন রামিজ রাজার ইস্তফা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, তা বলা যায়।

রামিজ রাজার ঘনিষ্ঠ সূত্রের খবর, পাকিস্তানের সংসদে যখন ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব দেয়, সেই মুহূর্তেই রামিজ রাজা জানান যে, ইমরান খান ইস্তফা দিলে তিনিও চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন। বর্তমানে জানা যাচ্ছে, তিনি দুবাইতে রয়েছেন এবং সেখানে আইসিসির একটি মিটিং এ যোগদানের পরই তিনি তাঁর ইস্তফা কথা জানাবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে রামিজ রাজার রেকর্ডও বেশ ভালো। তাঁর এই সময়কালে বহু বছর পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল তিনটি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সফরে আসে। বর্তমানে পাকিস্তানের মাটিতে চার-দেশীয় ক্রিকেট প্রতিযোগিতা খেলানোর জন্য আইসিসির কাছে আবেদন করে চলেছে ক্রিকেট বোর্ড। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে, সে দিকে তাকিয়ে সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর