বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন পূর্বেই, রাজস্থানের করৌলিতে হিন্দু নববর্ষ উদযাপনের মিছিলে হামলা করে কিছু দুষ্কৃতী। আর এবার গুজরাতেও একই ঘটনা ঘটলো। গুজরাটের সবরকাঁথা অন্তর্গত হিম্মতনগরের ছাপারিয়া গ্রামে এদিন রাম নবমী শোভা যাত্রায় কিছু দুষ্কৃতীদের দ্বারা পাথর ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পাথর ছোড়ার পাশাপাশি কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে খবর।
এদিন রাম নবমীর মিছিলটি ছাপারিয়ার রামজি মন্দির থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা হয়ে টাওয়ার চকে পৌঁছায়। কিন্তু এরপর হিন্দু ধর্মীয় মিছিলটি যখন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পৌঁছায়, তখন আচমকাই মিছিলের ওপর আক্রমণ করে কিছু হামলাকারী। হামলায় মিছিলের বেশ কয়েকটি যানবাহন সহ একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
দুষ্কৃতীদের দ্বারা পাথর বর্ষণ ও ভাঙচুরের পর গোটা এলাকায় উত্তেজনা ও অস্থিরতার সৃষ্টি হয়। পবিত্র শোভাযাত্রায় পাথর ছোড়ার এহেন ঘটনায় ভক্তদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। সূত্রের খবর, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত সপ্তাহে, রাজস্থানের করৌলিতে একই রকম ঘটনা ঘটে। গত 2 শে এপ্রিল, শনিবার হিন্দু নববর্ষ উদযাপনের জন্য একটি সমাবেশ যখন শহরের একটি নির্দিষ্ট এলাকা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়ই একদল দুষ্কৃতী আক্রমণ করে মিছিলের ওপর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার গুজরাটে রামনবমীর শোভাযাত্রায় হামলা।