বাংলা হান্ট নিউজ ডেস্ক:সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে অল্পের জন্য বড় রকমের আঘাতের হাত থেকে বেঁচে যান গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ চলাকালীন ওমরান মালিকের একটি বাউন্সার সরাসরি হার্দিক পান্ডিয়ার হেলমেটে বিশ্ৰীভাবে আঘাত করে। সেই ঘটনা দেখে গ্যালারিতে বসা তার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচও শিউরে ওঠেন। ওমরান মালিক এইমুহূর্তে ভারতের সবচেয়ে দ্রুতগতির বোলার। তিনি হার্দিক পান্ডিয়াকে প্রথম বলটি করেছিলেন, যা সরাসরি পান্ডিয়ার হেলমেটে গিয়ে লাগে। প্রবল গতিতে আসা বলটির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না হার্দিক।
এরপরই ফিজিওরাও ড্রেসিংরুম থেকে দৌড়াতে দৌড়াতে এগিয়ে আসতে থাকেন। তবে তাদেরকে ফেরত পাঠান গুজরাট টাইটান্সের অধিনায়ক। এই ঘটনা দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন নাতাশাও। ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। কয়েক মিনিট পর, পান্ডিয়া সুস্থ হওয়ার ইঙ্গিত দেন এবং ব্যাটিং করতে শুরু করে দেন।
#UmranMalik bouncer hits #HardikPandya on helmet!#IPL2022 #SRHvsGT pic.twitter.com/ySafNpLPAi
— Raj (@Raj93465898) April 11, 2022
গুজরাটের বিরুদ্ধে ম্যাচে, ওমরান ধারাবাহিকভাবে ১৪৫ কিমি প্রতি ঘন্টারও বেশি গতিতে বোলিং করেছিলেন। যদিও গতি থাকলেও তাকে এখনও তার বলের লেংথ এবং ডিরেকশনের ওপর অনেকটাই দখল আনতে হবে। ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করে গুজরাট সানরাইজার্সকে ১৬৩ রানের টার্গেট দেয়, যা কেন উইলিয়ামসনের দল মাত্র ২ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই অর্জন করে।
গুজরাটের হয়ে ৪২ বলে অপরাজিত ৫০ রান করেন ক্যাপ্টেন পান্ডিয়া। যেখানে অভিনব মনোহর ২১ বলে ৩৫ রান করেন। একই সময়ে হায়দরাবাদের হয়ে ৪৬ বলে ৫৭ রান করেন উইলিয়ামসন। যেখানে নিকোলাস পুরান ১৮ বলে অপরাজিত ৩৪ রান করেন। তার আগে ওপেন করতে নেমে ৩২ বলে ৪২ রান করেন অভিষেক শর্মা। টানা দুই ম্যাচে ভালো ব্যাটিং করলেন তিনি।