পরনে সাদামাটা পোশাক, ছেলেকে নিয়ে জিয়াগঞ্জের স্কুলের বাইরে অপেক্ষায় অরিজিৎ! প্রশংসা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: অরিজিৎ সিং (Arijit Singh), নামটাই যথেষ্ট। তাঁর গান গত এক দশক ধরে মুগ্ধ করে আসছে গোটা দেশের মানুষকে। সাদাসিধে শান্ত চোখের ছেলেটার কণ্ঠে এমন সুর যা শুনে প্রশংসা না করে থাকতে পারবেন না কেউই। আজ যিনি ভারতের অন‍্যতম জনপ্রিয় একজন গায়ক তাঁর শুরুটা কিন্তু এত সহজ ছিল না‌।

বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষার রিয়েলিটি শোগুলি প্রতিভা প্রকাশের অন‍্যতম মঞ্চ। অরিজিৎও নাম দিয়েছিলেন তেমনি একটি শোতে। কিন্তু জিয়াগঞ্জের ছেলেটা সেবার সেরার মুকুট জিততে পারেননি। পরিশ্রম করতে করতে এই উচ্চতায় উঠেছেন তিনি। মাটির কাছাকাছি থেকে উঠে এসেছেন, তাই জনপ্রিয়তার মূল‍্যটাও বোঝেন অরিজিৎ।

664072 arijit singh

এই প্রজন্মের আর পাঁচজন তথাকথিত তারকার মতো নন তিনি। সবে সবে খ‍্যাতির স্বাদ চাখা ‘তারকা’ও জনসমক্ষে যেতে ‘ভয়’ পান। কারণ মানুষ চিনে ফেললে ছুটে আসবে। সে বড় বিড়ম্বনা! অথচ যার গানের জাদু গোটা দেশ ছেয়ে ফেলেছে, সেই অরিজিৎ সিং এসব জনপ্রিয়তার কথা ভাবেনই না। নয়তো কেউ প্রকাশ‍্যে স্কুটি নিয়ে ঘুরে বেড়াতে পারেন?

সোশ‍্যাল মিডিয়ায় এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছিল। জিয়াগঞ্জের রাস্তায় স্কুটিতে চেপে ঘুরে বেড়াচ্ছিলেন অরিজিৎ। জনপ্রিয়তার তকমা গায়ে সাঁটা ছিল না তাঁর। অনুরাগীরা দেখতে পেয়ে ছবি তোলার অনুরোধ করলে নিজেই এসে বলেছিলেন, ছবি তুলবেন তিনি। শুধু হল্লা না করতে।

1649924538505
নেটমাধ‍্যমে সম্প্রতি আরো একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা থেকে আবারো প্রমাণিত হয় অরিজিৎ বাস্তবেই কতটা মাটির মানুষ। কর্মসূত্রে গায়কের বাড়ি এখন মুম্বইতে। কিন্তু জিয়াগঞ্জকে ভোলেননি তিনি। মুম্বইয়ের সুবিধা, বিলাসিতা ছেড়ে ছেলে জুলকে ভর্তি করিয়েছেন জিয়াগঞ্জেরই একটি স্কুলে।

1649924538499
পোস্ট থেকে জানা যাচ্ছে, সম্প্রতি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে নিজে গিয়েছিলেন অরিজিৎ। সাদামাটা একটি টিশার্ট আর প‍্যান্ট পরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে এক নজরে দেখলে বিশ্বাস করা কঠিন যে ইনিই খ‍্যাতনামা গায়ক। স্কুলের গেট বন্ধ থাকায় আরো পড়ুয়াদের সঙ্গে ছেলেকে নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন অরিজিৎ। ছবিগুলি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। অরিজিৎ বার বার প্রমাণ করে দিচ্ছেন, জনপ্রিয় হয়েও জনগণের মাঝেই থাকা যায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর