১৫ বছরের মধ্যে অখণ্ড রাষ্ট্রে পরিণত হবে ভারত, বড় দাবি RSS প্রধান মোহন ভাগবতের

মুম্বইঃ একাধিক সময় নিজের মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন তাঁর একটি বক্তব্য এবং প্রত্যুত্তরে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের প্রতিক্রিয়ায় এক নতুন বিতর্ক সৃষ্টি হয়।

হরিদ্বারের একটি অনুষ্ঠানে এদিন মোহন ভাগবত বলেন যে, “হিন্দু ধর্মই হলো ভারতের সবচেয়ে সনাতন ধর্ম এবং আমার বিশ্বাস আগামী 15 বছরের মধ্যে ভারত এক অখণ্ড ভারতে পরিণত হতে চলেছে এবং এটি সকল দেশবাসী নিজের চোখে দেখতে পারবেন।” তিনি এদিন বলেন, “আমরা সর্বদা অহিংসার পথে চলি কিন্তু এবার থেকে আমরা হাতে লাঠি নিয়ে অহিংসার কথা বলব। আমাদের মনে কারোর জন্য কোনরকম শত্রুতা নেই, কিন্তু বর্তমানে বিশ্ব ‘পাওয়ার’-এ বিশ্বাস করলে আমাদের কিছু করার নেই।”

এদিন আরএসএস প্রধান সনাতন ধর্মের বিরোধী শক্তিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি এদিন স্পষ্ট করেন যে, “ভারত যদি সর্বশক্তিমান দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে তা ধর্মের মাধ্যমে হবে। কারণ ধর্মই হলো ভারতের কাছে প্রধান বিষয় এবং ধর্মের উন্নতির মাধ্যমে ভারতের উন্নতি হবে।” এই উন্নতির পথে যারা বাঁধা দেবে, তারা যে ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে সে বিষয়ে এ দিন জানান মোহন ভাগবত। এদিন হরিদ্বারের সন্ন্যাস রোডে শ্রীকৃষ্ণ নিবাস এবং পুরানন্দ আশ্রম সংঘের প্রধান ব্রম্ভলিন মহামণ্ডলেশ্বর শ্রী 1008 স্বামী দেবানন্দ গিরি মহারাজের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা এবং শ্রী গুরুত্রয় মন্দিরের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন আরএসএস প্রধান। এখানে উপস্থিত থেকে তিনি বলেন, “ভারত ক্রমশ উন্নতি করে চলেছে, কিন্তু যারা এই উন্নতির পথে আসবে তারা প্রত্যেকে ধ্বংস হয়ে যাবে।”

এরপর আসরে নামেন শিবসেনা দলের নেতা সঞ্জয় রাউত। তিনি মোহন ভাগবতের বক্তব্য প্রসঙ্গে বলেন, “15 বছরের পরিবর্তে আপনি 15 দিনে অখন্ড ভারত তৈরি করুন। কিন্তু সবার আগে পাকিস্তানকে যোগ করাতে হবে। কাশ্মীরি পণ্ডিতদের সুরক্ষিত ভাবে দেশে ফেরাতে হবে। তবে আপনি প্রতিশ্রুতি দেবেন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর