বাংলা হান্ট ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সরকার পতনের পর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন। আমেরিকার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার পর থেকেই তাঁর একাধিক কর্মকাণ্ড এবং বৈচিত্র্যময় পদক্ষেপের দ্বারা সর্বদাই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে, সম্প্রতি বাইডেনের একটি ভিডিও গোটা বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে পড়েছে, যেখানে তাঁকে এমন এক কাণ্ড ঘটাতে দেখা যাচ্ছে, যা দেখে হতভম্ব আমেরিকাসহ গোটা বিশ্ববাসী।
সম্প্রতি, বেশ কয়েকদিন ধরেই বেশ চাপে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এর প্রমাণ স্বরূপ সাম্প্রতিক কালে বেশ কয়েকটি ঘটনা সকলের সামনে উঠে এসেছে। তবে বর্তমানে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ঘটনার কেন্দ্রস্থল হল উত্তর ক্যারোলিনার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়।
মার্কিন সংবাদমাধ্যম এর খবর অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শুক্রবার যোগ দিতে হাজির হন বাইডেন। মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় সবকিছু স্বাভাবিক থাকলেও এরপর তাঁর একটি কর্মকাণ্ড নিয়ে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, বক্তৃতা শেষ হওয়ার পর সকলকে ‘গড ব্লেস ইউ অল’ সম্বোধন করে হঠাৎই আমেরিকার প্রেসিডেন্ট সামনের দিকে হাত বাড়িয়ে দেন করমর্দনের উদ্দেশ্যে। তবে সেই সময় মঞ্চে তাঁর সামনে কোন ব্যক্তি উপস্থিতই ছিলেন না! স্বভাবতই প্রশ্ন উঠেছে, আচমকা কার উদ্দেশ্যে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ান বাইডেন!
এরপর অবশ্য ধীর পায়ে চলতে চলতে মঞ্চের নিচে তাঁকে নেমে আসতে দেখা গেলেও এই ঘটনা খুব দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্ববাসীর সামনে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ যেমন হতভম্ব হয়ে পড়ে, ঠিক তেমনিভাবে আমেরিকার বিরোধী দল এই পরিস্থিতির ফায়দা তুলে বাইডেনকে কড়া ভাষায় আক্রমণ করে বসে। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের এই কাণ্ড দেখে কয়েক জন মন্তব্য করেন যে, তিনি ‘ডিমেনশিয়া’ নামক রোগে আক্রান্ত। বলে রাখা ভাল, ‘ডিমেনশিয়া’ হলো একটি মস্তিষ্ক জনিত রোগ। যেখানে মানুষের ব্রেনের সমস্যা দেখা দেয় এবং স্মৃতিশক্তি হ্রাস পাওয়া কিংবা যে কোনো ঘটনা ভুলে যাওয়ার মতো একাধিক অস্বাভাবিক আচরণ হলো এই রোগের উপসর্গ।
After Biden finished his speech, he turned around and tried to shake hands with thin air and then wandered around looking confused pic.twitter.com/ZN00TLdUUo
— Washington Free Beacon (@FreeBeacon) April 14, 2022
এছাড়াও আমেরিকার বিরোধী দল বাইডেনকে আক্রমণ করে বলে যে, বার্ধক্যজনিত কারণে তাঁর একাধিক সমস্যা দেখা দিয়েছে। ফলে বাইডেনের উচিত বর্তমানে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা। প্রসঙ্গত, তাঁর এই কর্মকাণ্ড নতুন নয়। এর পূর্বেও একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি নিজের বাড়ির উদ্দেশ্যে চলতে চলতে সোজা রাস্তার পরিবর্তে ঘুরপথে রওনা দেন। এক্ষেত্রে অবশ্য অনেকে মজা করে বলে, “হয়তো চলতে চলতে বাড়ির রাস্তায় ভুলে গেছেন স্বয়ং প্রেসিডেন্ট।” তবে এসকল ঘটনাক্রম যে বাইডেনকে বর্তমানে বিশ্ববাসীর সামনে চাপে ফেলতে চলেছে, তা অনস্বীকার্য।