মহেশতলায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই শিশুসহ এক মহিলার! দুর্ঘটনা নাকি পরিকল্পনা মাফিক খুন? তদন্তে পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে আর তাতেই ভস্মীভূত হয়ে মারা গেল দুই শিশুসহ এক মহিলা। গতকাল রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ড অন্তর্গত আকড়ার কৃষ্ণনগর পূর্ব পাড়াতে। রাত তখন প্রায় বারোটা ছুই ছুই, হঠাৎ করেই আগুন লেগে যায় এলাকার একটি বাড়িতে এবং মুহূর্তের মধ্যেই তা বাড়ির প্রতিটি প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের খবর, পাশের বাড়িতে ভয়ঙ্কর আগুন জ্বলতে দেখে ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় এক মহিলা এবং এরপর সকল প্রতিবেশীদের খবর  দেওয়া হয়। পরবর্তীতে, এলাকাবাসীরা এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং অবশেষে ব্যর্থ হয়ে দমকলকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে দ্রুত দমকলের ইঞ্জিন এসে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনোক্রমেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হয় রাহুল মন্ডল (10) এবং সাহেব মন্ডল (12) নামের দুই বালক এবং সোমা মন্ডল (40) নামের এক মহিলার। পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ, ডায়মন্ড হারবার জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি এবং ডিএসপি নিরুপম ঘোষ। দমকল সূত্রে খবর, ঘরের ভেতর তালা বন্ধ থাকার কারণে তাদের পাঁচিল ভেঙে দেহগুলিকে উদ্ধার করতে হয়। এই কারণেই শেষ পর্যন্ত দুই শিশুসহ তাদের মাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানায় দমকল।

এই ঘটনার পর অবশ্য একাধিক প্রশ্ন উঠে এসেছে। ঘটনার সময় বীভৎস আগুন লাগলেও দুই ছেলে কিংবা সেই মহিলা কেন কোনরকম আর্তনাদ করলোনা কিংবা সেই সময় মহিলাটির স্বামীই বা কোথায় ছিলেন, এসকল বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। ফলে এটি স্বাভাবিক ঘটনা নাকি পরিকল্পনা মাফিক আগুন লাগানোর চেষ্টা, এসকল বিষয়ে জানার জন্য বর্তমানে মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবর।


Sayan Das

সম্পর্কিত খবর