বারবার দল বিরোধী বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের, দ্রুত তলবের মুখে পড়তে পারেন তৃণমূল সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, দলের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে এবং বর্তমানে রাজ্যের পরিস্থিতিকে নকশালের সঙ্গে তুলনা করার পরই নড়েচড়ে বসলো শাসক দল। ফলে খুব দ্রুত দলের শৃঙ্খলা রক্ষা কমিটি দ্বারা তাঁকে প্রশ্ন করা হতে পারে বলে জানা যাচ্ছে।

বাংলায় ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে একাধিক বিষয়ে সম্প্রতি দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় সৌগত রায়কে আর এরপর তৃণমূলের এই প্রবীণ নেতাকে শান্ত করার জন্য আসরে নামেন দলের এক শীর্ষ নেতা। তবে তাতেও থামেনা বিতর্ক। গতকাল পুনরায় নিজ এলাকায় দুই গোষ্ঠীর ভিতরে দ্বন্দ্বের ফলে রাজ্যের বিরুদ্ধে তির্যক মন্তব্য করে বসেন সৌগত। আর এবার বিতর্ক বৃদ্ধি পেতেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি দ্বারা সৌগত রায়কে তলব করা হবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে বাংলায় একের পর এক নাবালিকা ধর্ষণের কাণ্ড সামনে এসেছে। সে বিষয়ে কিছুদিন পূর্বে তৃণমূল নেতা বলেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাই বাংলায় যদি একটিও ধর্ষণের কাণ্ড ঘটে, সেটি অত্যন্ত লজ্জার।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই বিরোধীরা শাসক দলকে আরো চেপে ধরে। সূত্রের খবর, সৌগতর এই মন্তব্য প্রসঙ্গে সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম-এর মতো একাধিক নেতারা বৈঠকে বসেন। ভবানীপুরে আয়োজিত সেই বৈঠকে সৌগত রায়ের মন্তব্যের বিরুদ্ধে অনেকেই সোচ্চার হন। এরপর অবশ্য তৃণমূল সাংসদকে শান্ত করার জন্য আলোচনায় বসেন দলের এক শীর্ষ নেতা। কিন্তু তাতেও থামেনা বিতর্ক।

গতকাল, সৌগত রায়ের এলাকায় একটি বাড়ি ভাঙার কাজে হাত লাগায় সেখানকার একটি গোষ্ঠী এবং সেই ঘটনা নিয়ে এলাকায় অপর এক গোষ্ঠীর সাথে তাদের ঝামেলার সূত্রপাত হয়। পরবর্তীকালে সেই ঝামেলা এতটাই বেড়ে ওঠে যে, হাতাহাতি থেকে বড়োসড়ো চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। এর পরেই বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ স্থানীয় থানায় খবর দেন এবং তিনি প্রকাশ্যে বলেন, “এলাকার বুকে চেঁচামেচি শুনে আমি ঘর থেকে বেরিয়ে দেখি ঝামেলা চলছে। আমি এখানে দীর্ঘ 60 বছর ধরে বসবাস করছি কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি। নকশাল আমলে এরকম ঘটনা ঘটত।”

তাঁর এই মন্তব্যের পর বর্তমানে নড়েচড়ে বসেছে শাসক দল এবং একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে খুব দ্রুত সৌগত রায়কে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হবে বলেই জানা যাচ্ছে।

Sayan Das

সম্পর্কিত খবর