মুখে ইন্ডাস্ট্রি বাঁচানোর ডাক দিয়ে একে অন‍্যের পা ধরে টানাটানি, টলিউডের দুমুখো স্বভাব নিয়ে সরব সুদীপ্তা

বাংলাহান্ট ডেস্ক: বলিউড আর দক্ষিণের ছবিরই রমরমা এখন। বাংলা ছবি স্ক্রিনই পায় না সহজে। ভাল ভাল বাংলা ছবি ছেড়ে দর্শক মজে অন‍্য ভাষার ছবিতে। টলিউডের অভিনেতা, পরিচালকদের মুখে বহুবার এমন অভিযোগ উঠে এসেছে। সঙ্গে তাঁরা অনুরোধ জানিয়েছেন, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে। হলে গিয়ে বাংলা ছবি না দেখলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। এবার এই ইন্ডাস্ট্রিরই মুখোশ পরা ব‍্যক্তিত্বদের স্বরূপ দেখালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।

করোনা পরবর্তী সময়ে কম বাংলা ছবি মুক্তি পায়নি। বেশ কিছু ছবি ভাল ব‍্যবসা করেছে। আগামীতেও অনেক নামীদামী অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের ছবি মুক্তির অপেক্ষায়। মুখে সবাই বলছেন, বাংলা ছবি দেখতে। যে অভিনেতার ছবিই হোক না কেন, দর্শকরা দেখুন অন্তত। তাহলে আখেরে ইন্ডাস্ট্রিরই লাভ। অথচ তলে তলে চলছে রেষারেষি। ফেসবুক পোস্টে ইন্ডাস্ট্রির এই দুমুখো স্বভাবের কথা ফাঁস করে দিলেন সুদীপ্তা।

MV5BZDIwNDkyNmItMTM0My00ZGE0LTk4MDUtNjIwOGVhNDk2ZTg1XkEyXkFqcGdeQXVyNDUzOTQ5MjY@. V1

ফেসবুক পোস্টে অভিনেত্রীর চাঁচাছোলা মন্তব‍্য, ‘”বাংলা ছবির পাশে দাঁড়ান”।”দলে দলে বাংলা ছবি দেখুন”। “আমরা খুব কষ্ট করে সিনেমা টা বানিয়েছি, আপনারা দেখতে আসুন”। “বাংলা সিনেমা কে সাপোর্ট করুন”। “বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কে বাঁচান”।

এই কথাগুলো খুব শিশুসুলভ লাগে আজকাল। খালি মনে হয়, একজন গৃহবধূ বা রান্নার লোক বা রেস্টুরেন্টের কুক যে রান্না টা করেন, সেটাও তাঁরা কষ্ট করেই করেন। তবু খেতে খারাপ হলে আমরা খাই না, বাতিল করি, পয়সা দিয়ে খেলে দু কথা শুনিয়েও আসি, সার্ভিস ভাল না হলে সোশ্যাল মিডিয়া এ বদনাম করি, বন্ধু দের না খেতে/যেতে অনুরোধ করি। তাহলে সিনেমাই বা বাদ যাবে কেন ? সিনেমা ভাল লাগলে লোকে দেখবে, না লাগলে দেখবে না। সোজা কথা!!’

সুদীপ্তার কথায়, একদিকে বাংলা ইন্ডাস্ট্রি কে বাঁচানোর ডাক উঠছে। আবার ইন্ডাস্ট্রির মধ্যে থেকে একে অন্যের পা ধরে টানাটানিও চলছে। এই দুটো তো একসঙ্গে হয় না। তুলনামূলক ছোট অভিনেতা, পরিচালকদের প্রচেষ্টাকে সোশ‍্যাল মিডিয়ায় ছোট করে তথাকথিত বড় পরিচালকদের কাজের প্রশংসা চলছে।

https://www.facebook.com/100000009274639/posts/5380971598579763/

এভাবে বাংলা ইন্ডাস্ট্রি নিজের ক্ষতি নিজেই করছে বলে মত সুদীপ্তার। অভিনেত্রীর সঙ্গে সহমত হয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ‍্যোপাধ‍্যায়, মৈনাক বন্দ‍্যোপাধ‍্যায় সহ আরো অনেকেই। সুদীপ্তা যে সত‍্যি কথাটা স্পষ্ট ভাষায় বলেছে এর জন‍্য তাঁকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর