বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষার আর মাত্র দুদিন। আগামী ২ রা মে থেকে জি বাংলায় শুরু হচ্ছে ‘লালকুঠি’ (Laalkuthi)। ফের জুটি বেঁধে ফিরছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও রুক্মা রায় (Rooqma Roy)। স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে রাজা মাম্পি জুটিকে এতদিন ধরে মিস করেছে অনুরাগীকে। অবশেষে তাদের প্রতীক্ষার অবসান।
লালকুঠির প্রথম প্রোমো যখন প্রকাশ্যে আসে তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল রুক্মার বিপরীতে দেখা যেতে পারে রাহুলকেই। প্রথমট অবশ্য দুজনেই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। শেষে দ্বিতীয় প্রোমো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস দর্শক মহলে।
প্রোমো থেকেই বোঝা গিয়েছিল, আর পাঁচটা সিরিয়ালের মতো শুধু প্রেম বা কমেডি থাকবে না লালকুঠিতে। রহস্য, ভয়ের আবেশ জড়িয়ে থাকবে দর্শকদের। মুখ্য চরিত্রে বিক্রম ও অনামিকা। ইন্ডাস্ট্রিয়ালিস্ট পরিবারের ছেলে বিক্রম দস্তিদার। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে অনামিকা রায়চৌধুরী।
বিদেশ থেকে জুয়েলারি ডিজাইনিং শিখে সদ্য দেশে ফিরেছে অনামিকা। বিক্রমের সঙ্গে প্রথম বার দেখায় অবধারিত ভাবে ঝগড়া হয় দুজনের। এরপর একটি পার্টিতে দুই পরিবারের আলাপ হলে অনামিকাকে তাদের কোম্পানিতে যোগ দেওয়ার প্রস্তাব রাখে বিক্রমের পরিবার।
https://www.instagram.com/tv/CcsJTsXKGsB/?igshid=YmMyMTA2M2Y=
বিক্রম বস হিসাবে কড়া হলেও নিজের কাজের দক্ষতা দিয়ে অচিরেই মন জিতে নেয় অনামিকা। তারপর ভালবাসা এবং অবশেষে বিয়ে। কিন্তু বিক্রমের বাড়ি ‘লালকুঠি’তে পা রাখার পর থেকেই গণ্ডগোল শুরু হয় অনামিকার জীবনে। তার চোখে ধরা দেয় অদ্ভূত সব জিনিস। কিন্তু বিক্রম সহ পরিবারের বাকিরা কিছুই দেখতে পায় না।
সবসময় ভয়ে ভয়ে থাকতে থাকতে শেষমেষ নিজেই রহস্য উদঘাটনে নেমে পড়ে অনামিকা। জট খুলতে খুলতে কোন সত্যের সামনে গিয়ে দাঁড়াবে সে? লালকুঠিতে যা আছে তা কি ভৌতিক নাকি অন্য কিছু? বাকিটা জানতে হলে ২ রা মে থেকে চোখ রাখতে হবে টিভির পর্দায়।