আবারো সানাই কাপুর খানদানে, প্রথম বিয়ের তিক্ততা ভুলে দ্বিতীয় বার পিঁড়িতে করিশ্মা!

বাংলাহান্ট ডেস্ক: সবে সবে একটা বিয়ে মিটেছে কাপুর পরিবারে। একটু জিরোতে না জিরোতেই আবারো নাকি সানাই বাজতে চলেছে ইন্ডাস্ট্রিতে। পিঁড়িতে এবার আলিয়া ভাটের ননদ করিশ্মা কাপুর (Karishma Kapoor)! এত বছর ধরে একা থাকার পর শেষমেষ নাকি দ্বিতীয় বিয়ের ব‍্যাপারে চিন্তা ভাবনা করছেন লোলো।

বেশ কিছুদিন ধরেই টিনসেল টাউনে গুঞ্জন, দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন করিশ্মা। কানাঘুঁষো শুরু হয় রণবীর আলিয়ার বিয়ের দিন থেকেই। আসলে সেদিন একটি রীতিতে নববধূর কলিরেঁ গিয়ে পড়ে করিশ্মার হাতে। সোশ‍্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।

karismakapoorcheetah41594379276
তারপর থেকেই গুঞ্জন শুরু, আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মা। সম্প্রতি এক অনুরাগী জিজ্ঞাসাই করে বসলেন লোলোকে। আবার বিয়ে করবেন? উত্তরে করিশ্মা লেখেন, নির্ভর করছে পরিস্থিতির উপরে। অর্থাৎ সরাসরি ‘না’ও বলেননি অভিনেত্রী।

https://www.instagram.com/p/CcaXcb2riNq/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা। ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিশ্মা ও সঞ্জয়। ১৩ বছর সংসার করার পর ২০১৬ তে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের ব‍্যক্তিগত জীবনের বিষ্ফোরক সত‍্য সামনে আনেন করিশ্মা। তিনি জানান, তাঁর স্বামী শারীরিক অত‍্যাচার চালাতেন তাঁর ওপর, মারধর করতেন। কিন্তু গায়ের কালশিটে মেকআপের পরত দিয়ে ঢেকে রাখতে হত করিশ্মাকে। কারণ তিনি অভিনেত্রী।

ঘরের কেচ্ছা বাইরে প্রকাশ হয়ে পড়া ঠিক নয়। কিন্তু শেষমেষ তাঁরও ধৈর্যচ‍্যুতি ঘটে। ফল ২০১৬র বিচ্ছেদ। করিশ্মা জানান, মধুচন্দ্রিমাতে গিয়ে নিজের বন্ধুর সঙ্গে স্ত্রীকে রাত কাটাতে বলেছিলেন সঞ্জয়। এমনকি করিশ্মার ‘দাম’ কত হতে পারে তা নিয়েও আলোচনা করেছিলেন তাঁর স্বামী। স্বাভাবিক ভাবেই স্বামীর এই নোংরা প্রস্তাবে রাজি হননি করিশ্মা। কিন্তু সে জন‍্য মধুচন্দ্রিমাতে গিয়েও স্ত্রীর গায়ে হাত তুলেছিলেন সঞ্জয়।

বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলাকালীন দিদির ব‍্যাপারে মুখ খুলেছিলেন করিনাও। করিশ্মাকে নিয়ে চিরদিনই খুব রক্ষণশীল তিনি। সঞ্জয় যে অভিযোগ গুলো করেছিলেন কাপুর পরিবারের বিরুদ্ধে সে সবই নস‍্যাৎ করে দেন করিনা। তিনি দাবি করেছিলেন, সঞ্জয় যা অভিযোগ করেছেন সেসব কিছুই তিনি বা করিশ্মা বলেননি।

Niranjana Nag

সম্পর্কিত খবর