বাংলা হান্ট ডেস্কঃ 2014 সালে ক্ষমতায় আসার পরই বিজেপি সরকার দ্বারা গোটা দেশে ‘স্বচ্ছ ভারত অভিযান’ শুরু করা হয়। দীর্ঘ বহু বছর ধরে যখন আমরা দেশকে স্বচ্ছ রাখতে তৎপর হয়ে উঠেছি, তবে এখনো রাস্তার মধ্যে বেশ কিছু ব্যক্তিকে প্রকাশ্যে থুতু ফেলতে কিংবা প্রস্রাব করতে দেখা যায়। বিশেষত, সড়ক দিয়ে যাতায়াতকারী ট্রাক ড্রাইভারদের দ্বারা গুটখা খেয়ে রাস্তায় যত্রতত্র থুতু ফেলার দৃশ্য আমাদের কাছে খুবই পরিচিত। তবে সম্প্রতি বিহারের বৈশালী জেলায় এমন এক কাণ্ড ঘটলো, যা বাস্তবে একটি দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।
বিহারের বৈশালী জেলার মহনার নামক এলাকায় চলন্ত গাড়ি থেকেই রাস্তার মধ্যেই গুটখা খেয়ে থুতু ফেলে এক ট্রাক ড্রাইভার, এবং আচমকাই সেই থুতু ছিটে গিয়ে পড়ে রাস্তা দিয়ে চলমান এক ব্যক্তির গায়ে! এরপর পেশায় শিক্ষক সেই ব্যক্তিটি ট্রাক ড্রাইভারের এহেন কর্মকাণ্ডের জন্য তাকে এমন এক শাস্তি দিলেন, যাতে হতবাক হয়ে পড়েন সকলে।
জানা যায়, বিহারের মহনার এলাকায় সুজিত ঝা নামের ওই শিক্ষক বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এই সময় তার পাশ দিয়ে একটি মাল বোঝাই ট্রাক যেতে থাকে এবং আচমকাই পিন্টু কুমার নামের সেই ট্রাক চালক চলন্ত গাড়ি থেকেই রাস্তায় থুতু ফেলে। আচমকা তার ছিটে সুজিত বাবুর শরীরের ওপর এসে পড়ায় তাঁর জামা-প্যান্ট এবং জুতো নোংরা হয়ে যায়। আর ঠিক এই কারণেই ক্ষোভে ফেটে পড়েন ওই শিক্ষক।
ঘটনাস্থলেই তিনি ট্রাকটিকে থামিয়ে চালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, আশেপাশের লোকজন সহ পুলিশ পর্যন্ত সেখানে এসে হাজির হয়। এরপর একপ্রকার বাধ্য হয়েই পিন্টু কুমার নামের চালকটিকে গাড়ি থেকে নামতে হয় এবং পরবর্তীতে, গামছা ভিজিয়ে শিক্ষকের প্যান্ট এবং জুতো পরিস্কারও করে দেয় সে। এখানেই না থেমে এরপর ট্রাকচালকের উদ্দেশ্যে স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা প্রসঙ্গে বোঝাতেও দেখা যায় সুজিতবাবুকে।