‘যেদিন স্যান্ডো গেঞ্জিতে বুকপকেট হবে সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন’, বিস্ফোরক শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর আপাতত দিল্লিকেই পাখির চোখ করেছে তৃণমূল। ২০২৪ এর লোকসভা নির্বাচিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে দেখাই যে আপাতত তাদের একমাত্র লক্ষ্য একথা একাধিকবার সরাসরিই জানিয়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই বাংলার বাইরে একাধিক রাজ্যে আধিপত্য বিস্তার করার চেষ্টায় মাঠে নেমেছে তৃণমূল। কিন্তু তৃণমূলের এই স্বপ্নকে মোটেই পাত্তা দিতে রাজি নয় বিরোধী গেরুয়া শিবির। এবার সেই সুরই শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়।

সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামে একই সঙ্গে মৃত্যু হয়েছে মা ও ছেলের। মঙ্গলবার সেই পরিবারের সঙ্গে দেখা করতে ওই গ্রামে যান শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন,’ তৃণমূলের দাবি প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আপনার কী মত?’। আর এই প্রশ্নের উত্তরেই কার্যতই একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হঠাৎই নিজের পাঞ্জাবির বোতাম খুলতে শুরু করেন তিনি। এরপর নিজের স্যান্ডো গেঞ্জি টেনে বের করে তিনি বলেন, ‘যেদিন এই স্যাণ্ডো গেঞ্জিতে বুক পকেট বসবে সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ট্যুইট করে লেখেন, ‘২০২৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন আর প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ একই দাবি আবার খানিক ভিন্নভাবে করতে দেখা গেছে কুণাল ঘোষকেও। তাঁর অবশ্য দাবি ২০৩৬ সাল পর্যন্তই বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা। তারপর ২০৩৯ এর লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এর প্রেক্ষিতেই এদিন এহেন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শুভেন্দু।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর