জিৎকে চ‍্যালেঞ্জ মনামীর, দুই নারীর মাঝে ‘টাপা টিনি’তে নাচলেন ‘রাবণ’! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার দৌলতে নিত‍্যনতুন গান ভাইরাল হয়। আর তার সঙ্গে আসে নতুন নতুন চ‍্যালেঞ্জ। ‘রঙ্গবতী’ চ‍্যালেঞ্জের কথা মনে আছে নিশ্চয়ই? দেবলীনা কুমার ও ওম সাহানির নাচের চ‍্যালেঞ্জ লুফে নিয়েছিলেন অনেকেই। এবার সেই তালিকায় এসেছে ‘টাপা টিনি’ (Tapa Tini)।

‘বেলাশুরু’ ছবির এই গান মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে। রিল সর্বস্ব দুনিয়ায় ভিডিও বানানোর জন‍্য নেটিজেনদের নতুন পছন্দ এখন ‘টাপা টিনি’। জনপ্রিয়তা আরেকটু বাড়াতে টাপা টিনির সঙ্গে নাচের চ‍্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ছবি নির্মাতারা। এবার জিৎকে (Jeet) চ‍্যালেঞ্জ জানালেন মনামী ঘোষ (Monami Ghosh)।

IMG 20220504 181056
খুব শীঘ্রই মনামীকে দেখা যাবে ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চে। সেখানেই সঞ্চালক জিতের উদ্দেশে টাপা টিনি চ‍্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। আর লুফেও নেন ‘রাবণ’। উইন্ডোজ প্রোডাকশনের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, দু পাশে মনামী ও ইমন চক্রবর্তীকে নিয়ে টাপা টিনি গানে নাচছেন জিৎ।

https://www.instagram.com/reel/CdHyeT_lu_d/?igshid=YmMyMTA2M2Y=

বোঝাই যাচ্ছে, বেলাশুরু ছবির প্রচার করতেই জিতের শো তে গিয়েছে ছবির টিম। এর আগে দেব ও রুক্মিনী মৈত্রকেও ‘কিশমিশ’ ছবির প্রচার করতে দেখা গিয়েছিল এই শো তে। আসলে বাংলা ছবি ও ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন‍্যই এত আয়োজন। নিজেদের ছবির প্রচারের পাশাপাশি সহ অভিনেতা অভিনেত্রীদের ছবিরও প্রচার করছেন তাঁরা। আগামী ১৫ মে ইসমার্ট জোড়ি তে দেখা যাবে এই বিশেষ পর্ব।

IMG 20220504 180550
প্রসঙ্গত, বীরভূমের বিয়ের লোকগান হল টাপা টিনি। গানে একসঙ্গে নাচবেন অপরাজিতা আঢ‍্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ ও ইন্দ্রাণী দত্ত। সঙ্গে পা মেলাতে দেখা যাবে স্বাতীলেখাকেও। টাপা টিনি গানে সুর দিয়েছেন অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ‍্যায় এবং খ‍্যাঁদা। আগামী ২০ শে মে মুক্তি পাবে বেলাশুরু।

Niranjana Nag

সম্পর্কিত খবর