প্রফেসরের অনুপস্থিতিতে ক্লাসে যা করলো পড়ুয়ারা, দেখে মাথা ঘুরে যাবে! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে নানান সময় বিভিন্ন বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে, যা আমাদের প্রাত্যহিক জীবনের কাণ্ড কারখানা থেকে বেশ ভিন্ন রকমের স্বাদ পৌঁছে দেয়। এই ভিডিওগুলি কখনো বেশ মজাদার হয় তো কখনো আবার গা শিউরে পর্যন্ত ওঠে। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এই ধরনের ভিডিও আপনারা বহুকাল দেখেননি। ভিডিওটি যেমন শুরু হয়েছে এক সাসপেন্স দিয়ে, আবার শেষ পর্যন্ত দেখলে সেই সাসপেন্স ভেঙে এমন এক চমক আপনাদের সামনে উঠে আসবে যার দ্বারা হাসি থামানো মুশকিল হয়ে পড়বে।

Bhutni_ke নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিওটি। এখানে প্রথমেই একটি কলেজের এক ক্লাস রুমের ছবি উঠে আসে। ভিডিওর মাধ্যমে স্পষ্টতই বোঝা যায় যে, সেই ক্লাস রুমে প্রফেসর এসে হাজির হননি আর শিক্ষকের অনুপস্থিতির সুযোগ নিয়েই একের পর এক অদ্ভুত কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে পড়ুয়ারা। এখানে আপনারা যেমন ছাত্রদেরকে নিজেদের মধ্যে গল্প করতে দেখবেন তো আবার অপর জনকে বেঞ্চের মধ্যে মাথা হেলিয়ে ঘুমের শহরে পাড়ি দিতেও দেখা মিলবে। তবে এ সকল দৃশ্যকে ছাপিয়ে গেছে ভিডিওর পরবর্তী অংশে উঠে আসা এক কাণ্ড।

এখানে দেখা যায় দুই পড়ুয়া পাশাপাশি বসে এবং এক ছাত্র অপরজনের কাঁধে হাত দিয়ে রয়েছে। পরবর্তীতে ছাত্রটির পাশে বসা পড়ুয়ার মাথার লম্বা চুল দেখে সকলেই আন্দাজ করে নেয় যে, সে আসলে এক ছাত্রী। এরপরেই ভরা ক্লাসের মধ্যে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়ে সেই প্রেমিক-প্রেমিকা। মেয়েটির চুলগুলি আলতো হাতে সরিয়ে দিয়ে এরপর তার গালে চুম্বন করতে দেখা যায় ছাত্রটিকে। ফলে স্বভাবতই কলেজের মধ্যে শিক্ষকের অনুপস্থিতিতে এহেন কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়ে সকলে। কিন্তু এই পর্যন্ত ছিল শুধুমাত্র ভিডিও ট্রেলার! এরপরেই উঠে আসে আসল কাহিনী।

 

View this post on Instagram

 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

ভিডিওর পরবর্তী অংশ সবাইকে চমকে দিয়ে যখন ক্যামেরাটি পিছন হতে সামনের প্রান্তে নিয়ে আসা হয়, তখন বোঝা যায় যে লম্বা চুলের অধিকারী পড়ুয়াটি আসলে কোন মহিলা নয় বরং সে এক ছাত্র এবং একটি prank ভিডিও হিসেবে এটি সকলের সামনে তুলে ধরা হয়। এহেন দৃশ্য দেখে অবাক হওয়ার পাশাপাশি হাসি থামাতে পারে না সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং ইতিমধ্যেই কয়েক হাজার লাইক এবং কমেন্ট পেয়েছে এই ভিডিওটি।

Sayan Das

সম্পর্কিত খবর