বাংলা হান্ট ডেস্ক: মায়ের সঙ্গে তাঁর সন্তানদের সম্পর্ক সবসময় চিরন্তন। প্রতিটি মুহূর্তেই নিজের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি থাকে তাঁদের। সমস্ত রকমের প্রতিবন্ধকতার সাথে লড়াই করে প্রত্যেক মা-ই বড় করে তোলেন শিশুদের। ইতিমধ্যেই, গত ৮ মে বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে “বিশ্ব মাতৃ দিবস”। মায়েদের রোজকার লড়াইকে কুর্ণিশ জানিয়েই পালিত হয় এই বিশেষ দিন।
তবে, এই আবহেই নেটমাধ্যমে একটি অনবদ্য ভিডিও সামনে এসেছে। যা দেখে অভিভূত হয়েছেন সকলেই। পাশাপাশি, মায়েরা সন্তানের জন্য যে সমস্ত বাধা অতিক্রম করতে পারেন সেই সত্যই যেন ফের একবার প্রমাণিত হয়েছে ভিডিওটিতে। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরালও হয়েছে ওই মন ভালো করে ভিডিও। যেখানে দেখা গিয়েছে, শারীরিক প্রতিবন্ধকতার কাছে হেরে না গিয়ে জীবনযুদ্ধে লড়াই করছেন এক মহিলা। পাশাপাশি, তিনি খেয়াল রাখছেন তাঁর সন্তানেরও!
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সকলেই সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে ভালোবাসি। সুযোগ পেলেই আমরা এখানে প্রতিনিয়ত ভাইরাল হওয়া নিত্য-নতুন ভিডিওগুলিও মন দিয়ে দেখি। মূলত, মনোরঞ্জনের জন্য এই ভিডিওগুলি দেখা হলেও এগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি খুব সহজেই জিতে নেয় সকলের মন। আর যে কারণে তুমুল ভাইরাল হওয়ার দৌলতে সেগুলি পৌঁছে যায় সকলের কাছেই। এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।
ভিডিওটিতে কি দেখা গিয়েছে?
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন মহিলার দু’টি হাতই নেই। অথচ তাও তিনি সুন্দরভাবে তাঁর সন্তানের খেয়াল রাখছেন। শুধু তাই নয়, দুই পায়ের সাহায্যেই তিনি পোশাক পাল্টে দিচ্ছেন ওই শিশুটির। মূলত, হাতের কাজগুলিকেই তিনি করে ফেলছেন তাঁর পায়ের মাধ্যমে। জানা গিয়েছে যে, ভিডিওটিতে যে লড়াকু মহিলাটিকে দেখা গিয়েছে তিনি হলেন বেলজিয়ামের শিল্পী সারাহ তালবি। তিনি দু’টি হাত ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। ভিডিওটি, মূলত ওই মহিলার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। তারপরে সেটি আবার নতুনভাবে ভাইরাল হতে শুরু করেছে।
সারা তালবি তাঁর দৈনন্দিন জীবনের ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরেন তাঁর দর্শকদের উদ্দেশ্যে। পাশাপাশি, তিনি একজন মা-ও। আর সমস্ত প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে সন্তানের খেয়াল রাখতেও কোনোরকম খামতি রাখেন না তিনি। এদিকে, ভাইরাল হওয়া এই ভিডিওটি আইপিএস অফিসার দীপাংশু কাবরা তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। পাশাপাশি, তিনি ক্যাপশনে লিখেছেন, “ঠিকই বলা হয়, মায়ের চেয়ে বড় যোদ্ধা আর কেউ নেই।”
सही कहते हैं, माँ से बड़ा कोई योद्धा नहीं!#MothersDay पर बच्चों प्रेम, प्रेरणा और संस्कारों से सींचकर उन्हें काबिल बनाने वाली सभी माताओं को ढेरों शुभकामनाएं.#मातृदिवस pic.twitter.com/6Ir3lrFTYe
— Dipanshu Kabra (@ipskabra) May 8, 2022
সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে ভিডিও:
ইতিমধ্যেই এই অনবদ্য ভিডিওটি টুইটারে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি দর্শক দেখে নিয়েছেন। পাশাপাশি, প্রায় ১০ হাজার জন লাইক করেছেন এটি। এছাড়াও, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। দু’টি হাত না থেকেও ওই মহিলা যেভাবে সমস্তকিছু সামলে সন্তানের খেয়াল রাখছেন তা দেখে তাঁকে কুর্ণিশ জানিয়েছেন সকলেই।