বাবা ভোটে জিততেই মেয়ে বিয়ে পাগল, সলমন নয়, এই অভিনেতার সঙ্গে বাগদান সারলেন সোনাক্ষী?

বাংলাহান্ট ডেস্ক: সিনহা পরিবারে উৎসবের মেজাজ। কিছুদিন আগেই আসানসোল থেকে ভোটে জিতে সাংসদ হয়েছেন শত্রুঘ্ন সিনহা। এবার বিয়ের সানাইও বাজল বলে বাড়িতে। বাগদান সেরে নিয়েছেন শত্রুঘ্ন কন‍্যা সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)! তাঁর সাম্প্রতিক সোশ‍্যাল মিডিয়া পোস্ট তেমনি ইঙ্গিত দিচ্ছে।

সোশ‍্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর অনামিকায় জ্বলজ্বল করছে একটি বড়সড় হীরের আংটি। পাশেই একজন পুরুষ, যদিও তাঁর মুখ দেখাননি সোনাক্ষী। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জন‍্য খুব বড় দিন! আমার অন‍্যতম বড় একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। আর আমি অপেক্ষা করতে পারছি না আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার জন‍্য। ভাবতে পারছি না এটা এত সহজ ছিল!’

848610 sonakshi sinha insta
কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা। শুভেচ্ছা জানিয়েছেন নেহা ধুপিয়া, শিবানী দান্ডেকর, রোহন শ্রেষ্ঠা, সোনম কাপুর, রিয়া কাপুর সহ আরো অনেকেই। এদিকে অনুরাগীরা ভাবতে ব‍্যস্ত ব‍্যাপারটা কী? সত‍্যিই কি বাগদান সেরে ফেলেছেন সোনাক্ষী নাকি রয়েছে অন‍্য কোনো টুইস্ট? অভিনেত্রীর যথারীতি মুখে কুলুপ।

https://www.instagram.com/p/CdU1PVgPwJh/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CdU1RP7Pesc/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CdU1NPivj5p/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল, ‘নোটবুক’ অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। বিষয়টা নিয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “এতদিন হয়ে গিয়েছে যে আমি আর পাত্তাই দিই না এসবে। যদি এটা ভাবতেই হয় তো ভাবুন। যদি আপনাদের এটা ভেবে ভাল লাগে যে আমি ওর সঙ্গে সম্পর্কে রয়েছি তাহলে ভাল‌। আর যদি খারাপ লাগে তাহলে আর ভাববেন না।”

Who Is Zaheer Iqbal 1
তারও আগে সলমন খানের সঙ্গে বিয়ের ভুয়ো ছবি নিয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন সোনাক্ষী। শেষমেষ বিষয়টা নিয়ে মুখ খুলতে বাধ‍্য হয়েছিলেন সোনাক্ষী। অভিনেত্রী লেখেন, ‘আপনারা কি এতটাই বোকা যে আসল ছবি ও এডিট করা ছবির মধ‍্যে তফাৎ বুঝতে পারেন না?’ মজার ছলে কথাটা বললেও বিরক্তি ও রাগ লুকাতে পারেননি সোনাক্ষী। একটা স্পষ্টতই ভুয়ো ছবিকে ঘিরে এত চর্চা কীসের সেটাই তিনি বুঝতে পারছেন না।

Niranjana Nag

সম্পর্কিত খবর