বিবাহিত পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তথাগতর ‘প্রাক্তন’ দেবলীনা!

বাংলাহান্ট ডেস্ক: তাঁর বিয়ে ভাঙার গুঞ্জন সংবাদ শিরোনামে ছিল গত বছর। বিতর্ক থামেনি এখনো। তথাগত মুখোপাধ‍্যায় (Tathagata Mukherjee), দেবলীনা দত্ত (Debolina Dutta) আর বিবৃতি চট্টোপাধ‍্যায় এই তিনটি নাম নিয়ে এখনো কৌতূহল নেটনাগরিকদের। এর মধ‍্যে আবার জুড়েছে আরেকটি নতুন নাম, ঋষভ বসু।

নাম জোড়ার কারণ দেবলীনার পোস্ট করা সাম্প্রতিক একটি ছবি। দুবাইয়ের সমুদ্র সৈকতে অভিনেত্রীর সঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছেন ঋষভ। তারপর থেকেই প্রশ্ন ওঠে, দুজনে কি প্রেম করছেন? তথাগতকে শেষমেষ ভুললেন দেবলীনা?

IMG 20220511 205433
অভিনেত্রী অবশ‍্য উড়িয়ে দিয়েছেন এই গুঞ্জন। ছেলে মেয়ে একসঙ্গে ছবি তুললেই কি তাদের প্রেম করতে হবে? তাঁর কাছে ঋষভ নিজের ভাইয়ের মতো। দেবলীনার কোনো ভাই বোন নেই। ঋষভকে নিজের ভাইয়ের স্থানটা দিয়েছেন তিনি। দুজনের মুখের মিলও রয়েছে খুব। দেবলীনার মা ও খুব ভালবাসেন ঋষভকে।

https://www.instagram.com/p/CdaX288tndj/?igshid=YmMyMTA2M2Y=

গত এপ্রিল মাসেই দুবাই গিয়েছিলেন দেবলীনা। সঙ্গে নিজের মা। দুবাই গিয়ে স্কাই ডাইভিংও করেছেন অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, ৯ বছর ধরে এই স্বপ্নটা দেখে এসেছেন। অবশেষে নিজের জন্মদিনেই সেটা পূরণ হল। তিনি দুবাই যাওয়ার আগে থেকেই সেখানে ছিলেন ঋষভ। জানতে পেরে ভাইকে আটকে দেন দেবলীনা।

স্কাই ডাইভিং করতে গিয়ে প্রেমেও পড়েছেন অভিনেত্রী। এক বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন তিনি। স্কাই ডাইভার ম‍্যাক্সকে দেখেই মনে প্রজাপতি ওড়া শুরু দেবলীনার। কথাও দিয়ে এসেছেন, আগামী ডিসেম্বরে ফের দুবাই যাবেন। একসঙ্গে স্কাই ডাইভিং করবেন ম‍্যাক্স দেবলীনা।

https://www.instagram.com/reel/CcvcCTKNBN8/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, শোনা গিয়েছিল ‘ভটভটি’ ছবির শুটিংয়ের সময়ে বিবৃতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তথাগতর। আর তারপর থেকেই দেবলীনার সঙ্গে বৈবাহিক জীবনে টানাপোড়েন। যদিও বিষয়টা তিনজনের কেউই স্বীকার করেননি এখনো পর্যন্ত। দেবলীনার কথায়, তাঁর প্রেম একটাই ছিল আর এখনো একটাই রয়েছে। যদিও ভবিষ‍্যতে কী হবে তা ঠিক নেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর