DRS চেয়েও পেল না CSK, বিদ্যুৎ বিভ্রাটের তত্ত্ব খারিজ করে মুম্বাইয়ের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে ডিআরএস চালু হওয়ার পর থেকে এমন ঘটনা হয়তো প্রথমবার ঘটলো। ব্যাটার আউট হওয়ার পর রিভিউ চাইলেন কিন্তু স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নেওয়া গেল না রিভিউ। ফলে সন্দেহ থাকা সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মুখ চুন করেই ফিরতে হলো ব্যাটারকে। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে আজ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ম্যাচে।

টসে হেরে আজ প্রথমে ব্যাট করতে নেমেছে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের হয়ে প্রথম ওভার বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস। ওভারের দ্বিতীয় বলেই ডেভন কনওয়ের প্যাডে বল লাগিয়ে এলবিডব্লিউর জোড়ালো আবেদন তোলেন তিনি। আপাতদৃষ্টিতে দেখে মনে হয় বল লেগ স্টাম্প মিস করেছিল। কিন্তু আম্পায়ার আঙ্গুল তুলে দেন। এরপরে রিভিউ চেয়েও নিতে পারেননি কিউয়ি ওপেনার কারণ স্টেডিয়ামে তখন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিআরএস ব্যবস্থা কাজ করছিল না।

এই চূড়ান্ত অব্যবস্থাপনা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ সিএসকে ভক্তরা। তাদের অনেকেরই মতে একটি বিশ্বমানের টুর্নামেন্টে এই জাতীয় টেকনিক্যাল ত্রুটি একেবারেই গ্রহণযোগ্য নয়। একধাপ এগিয়ে অনেকে আবার মুম্বাই ইন্ডিয়ান্স মালিক মুকেশ আম্বানির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও তুলে আনছেন। যদিও পাল্টা যুক্তি দিয়ে মুম্বাই ফ্যানদের দাবি তারা ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন, কাজেই এই অভিযোগ ভিত্তিহীন। তাতে না মেনে সিএসকে ভক্তরা। পাল্টা বলছেন প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে আজ চেন্নাইকে জিততেই হতো। সিএসকে কোনোভাবেই যেন প্লে অফে পৌঁছে মুম্বাইয়ের সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড ভাঙতে না পারে তাই এই ব্যবস্থা করা হচ্ছে।

এরই মধ্যে আজ ওই বিতর্কিত সিদ্ধান্তটুকু বাদ দিলে দুরন্ত বোলিং করেছেন মুম্বাইয়ের বোলাররা। ধোনি ছাড়া আর কেউই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ব্যর্থ হয়েছেন ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড। সম্পূর্ণ ব্যর্থ মঈন আলী, রবিন উথাপ্পারা। স্টার্ট পেয়েও বড় রান করতে ব্যর্থ আম্বাতি রায়ডু, শিবম দুবে, ডোয়াইন ব্র্যাভোরা। প্রতিবেদনটি লেখার সময় ১৫ ওভার শেষে তাদের স্কোর ৯ উইকেট হারিয়ে ৮৭। ৪ ওভারে দুরন্ত বোলিং করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ড্যানিয়েল স্যামস।


Reetabrata Deb

সম্পর্কিত খবর