প্রচার করেননি প্রথম সারির তারকারা, নন্দনেও জায়গা হল না জিতু অভিনীত ‘অপরাজিত’র

বাংলাহান্ট ডেস্ক: কিংবদন্তি পরিচালক সত‍্যজিৎ রায়কে (Satyajit Ray) নিয়ে তৈরি ছবি। অথচ তাঁরই নন্দনে প্রদর্শনের জায়গা পেল না ‘অপরাজিত’ (Aparajito)। নন্দনে দেখানো হবে না করে ছবিটি। একথা জানার পর থেকেই ক্ষুব্ধ পরিচালক প্রযোজক অনীক দত্ত (Anik Dutta)। সত‍্যজিতের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ‍্যের ইতিহাস উঠে আসবে ছবিতে। সত‍্যজিৎ রায় ওরফে অপরাজিতর চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল (Jeetu Kamal)।

এই সময় ডিজিটালের সঙ্গে সাক্ষাৎকারে অনীক দত্ত জানান, ছবি দেখার প‍র স্ক্রিনিং কমিটির লোকেরা নিজে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রশংসা করেছিলেন। এরপরেও কেন নন্দনে তাঁর ছবির জায়গা হল না তা বুঝতে পারছেন না অনীক।

aparajito by anik dutta starring jeetu kamal look
শুধু নন্দন নয়, নতুন শুরু হওয়া রাধা সিনেমা হলেও ব্রাত‍্য তাঁর ছবি। সরকারি প্রেক্ষাগৃহে অপ‍রাজিত জায়গা না পাওয়ার কারণ কি রাজনীতি? উল্লেখ‍্য, বিভিন্ন বিষয়ে বারংবার রাজ‍্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে অনীক দত্তকে। এর আগে তাঁর ‘ভবিষ‍্যতের ভূত’ ছবির প্রদর্শনীও আটকে দেওয়া হয়েছিল।

যদিও অনীকের দাবি, অপরাজিতর নন্দনে জায়গা না হওয়ার কারণ রাজনৈতিক ষড়যন্ত্র কিনা তা তিনি জানেন না। তাই আন্দাজে কোনো কথাও বলতে রাজি নন। তবে গোটা বিষয়টা নিয়ে খুবই হতাশ পরিচালক। তাঁর বক্তব‍্য, তাঁর ছবির দর্শকদের একটা বড় অংশ নন্দনে ছবি দেখতে আসে। কলেজে কলেজে গিয়েও ছবির প্রচার করেছেন তাঁরা।

FB IMG 1650628485817 1
কলেজ পড়ুয়ারা উৎসাহ দেখিয়েছে অপরাজিত নিয়ে। নন্দনে ছবির জায়গা না হওয়ায় অনেকেই ছবিটি দেখতে পারবেন না বলে আশঙ্কা করছেন অনীক। কারণ মাল্টিপ্লেক্সগুলিতে বেশি দামের টিকিট কেনার সাধ‍্য অনেকেরই নেই। নন্দনে ছবি প্রদর্শন না করতে দেওয়া একটা অপরাধ বলেই মনে করছেন তিনি।

অথচ নন্দনে এই মুহূর্তে যে ছবিগুলি চলছে অর্থাৎ কিশমিশ, মিনি, কলকাতার হ‍্যারির মতো ছবিগুলিতে যে নায়ক নায়িকারা রয়েছেন সকলেই রাজ‍্যের শাসক দলের হয় বিধায়ক নয়তো সাংসদ। অনীকের ক্ষোভ, তিনি যে ছবিটি বানিয়েছেন তা হয়তো ওঁদের মাপকিঠিতে উত্তীর্ণ হয়নি।

কিছুদিন আগেও দর্শকদের বাংলা ছবি, বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর আর্জি জানিয়ে একে অন‍্যের ছবির প্রচার করছিলেন টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা। অথচ অদ্ভূত ভাবে অপরাজিতর বেলাতেই তাঁদের মুখে কুলুপ। যদিও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে অপরাজিত। খ‍্যাতনামা পরিচালক শ‍্যাম বেনেগাল নিজে বাহবা দিয়েছেন জিতুকে। আজ ১৩ মে মুক্তি পাচ্ছে অপরাজিত।


Niranjana Nag

সম্পর্কিত খবর