আরও বিপাকে মন্ত্রী পরেশ, এবার তার বিরুদ্ধে দায়ের হল আদালত অবমাননার মামলা

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় দায়িত্ব পাওয়ার পর থেকে ক্রমশ তদন্তের জাল গুটিয়ে আনছে সিবিআই। বর্তমানে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপরেই কলকাতা হাইকোর্ট দ্বারা সিবিআইয়ের এই নির্দেশের পক্ষে রায় ঘোষণা করার পর থেকেই বাধে বিতর্ক! এক্ষেত্রে গতকাল হাইকোর্ট দ্বারা স্বস্তি না মেলায় শেষ পর্যন্ত সিবিআই অফিসে যেতে বাধ্য হন পার্থ। তবে যাকে নিয়ে প্রধানত বিতর্কের সূত্রপাত, সেই পরেশ অধিকারী বর্তমানে রয়েছেন বেপাত্তা। আর সেই কারণেই এবার তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা উঠতে চলেছে বলে খবর।

সম্প্রতি, বাংলার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে নিজের মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর সিবিআইয়ের সমনের মাঝেই উধাও হয়ে যান তিনি। উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার উদ্দেশ্যে ট্রেনে উঠলেও মাঝপথে গায়েব হয়ে যান এই তৃণমূল নেতা আর এবার কলকাতা হাইকোর্টে পরেশ অধিকারীর এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সওয়াল করলো বিরোধী পক্ষ। পাশাপাশি বর্তমানে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়েছে বলে খবর।

সিবিআই দফতরে হাজিরার জন্য আদালতের নির্দেশ সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো খবর নেই পরেশ অধিকারীর। এক্ষেত্রে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অমান্য করার অভিযোগের ভিত্তিতেই এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা তোলা হয়, যার শুনানিও এদিন হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এসএসসি পরীক্ষায় কিছু বছর পূর্বে শিক্ষিকার চাকরি পায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। তবে বর্তমানে অভিযোগ উঠেছে যে, এই পরীক্ষার মেধা তালিকায় তার নাম ছিল না, এমনকি তাকে ইন্টারভিউতে পর্যন্ত ডাকা হয়নি ল। অন্য এক পরীক্ষার্থীর নম্বর তার থেকে বেশি থাকলেও সেই পরীক্ষার্থীকে উপেক্ষা করে পরেশ অধিকারীর মেয়ে কি করে চাকরির সুযোগ পায়, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে গায়েব হয়ে যান তৃণমূল নেতা। বর্তমানে তাঁ বিরুদ্ধে আদালত কি পদক্ষেপ নিতে চলেছে, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।


Sayan Das

সম্পর্কিত খবর