ভারতের অবস্থা ভালো না, দেশজুড়ে কেরোসিন ছিটিয়ে রেখেছে বিজেপি! লন্ডনে বললেন রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্ক : আইডিয়াস ফর ইন্ডিয়া সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবারই লন্ডন উড়ে গিয়েছেন রাহুল গান্ধী। গতকালই লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ছিল এই সম্মেলন। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের পরাজয়ের কারণ ব্যাখ্যা করে বিজেপি এবং আরএসএসকে তীব্র আক্রমণ করতে দেখা গেল তাঁকে।

কংগ্রেস নেতা লন্ডনের সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মোটেই ভালো পরিস্থিতিতে নেই ভারত। সারা দেশে কেরোসিন ছিটিয়ে রেখেছে বিজেপি। এখন শুধুমাত্র একটি ফুলকি লাগলেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে দেশ জুড়ে। আমি মনে করি মানুষ, সম্প্রদায়, রাজ্য এবং ধর্ম গুলিকে একত্রিত করা বিরোধীদের এমনকি কংগ্রেসেরও দায়িত্ব। আমদের এই উত্তেজনার পারদকে কমাতে হবে। না হলে সব কিছুতেই গন্ডগোল হয়ে যেতে পারে।’

এদিন কংগ্রেসের হারের প্রসঙ্গে মুখ খুলতেও দেখা যায় রাহুল গান্ধীকে। সাফাই দিয়ে তিনি বলেন, ‘মেরুকরণ এবং মিডিয়ার উপর আধিপত্য বিজেপিকে বহুলাংশে বাড়তি সুযোগ দিয়ে উপকৃত করছে। তাছাড়া আরএসএস একটি মডেল তৈরি করেছে সেটিও ব্যাপক ভাবে অনুপ্রবেশ করেছে। বিরোধী দল এবং কংগ্রেসকেও এমন একটি কাঠামো তৈরি করতে হবে। আমাদের আরও আক্রমনাত্মক ভাবে দেশের বিজেপি বিরোধী মানুষদের কাছ অবধি পৌঁছানোর জন্য চেষ্টা চালাতে হবে। একসঙ্গেই এই কাজটি করতে হবে আমাদের।’

ভারতের মানুষ সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির উপর আক্রমণ হতে দেখছে যা দেশকে গড়ে তুলেছে, এই সম্মেলন চলাকালীন এমনটাও দাবি করতে শোনা যায় রাহুল গান্ধীকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সম্মেলনে রাহুল গান্ধীর সঙ্গেই যোগ দিতে উপস্থিত ছিলেন, সীতারাম ইয়েচুরি, কংগ্রেস নেতা সালমান খুরশিদ, আরজেডি নেতা তেজস্বী যাদব, মহুয়া মৈত্র এবং মনোজ ঝা সহ একাধিক বিরোধী নেতা নেত্রী।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর