বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার টেক্সাসের এক স্কুলে চলল এলোপাথাড়ি গুলি। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের। যার মধ্যে ১৯ জনই ওই স্কুলটির পড়ুয়া। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বছর ১৮ এর আততায়ী কিশোরেরও।
এদিন আমেরিকার স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী গতকাল সন্ধ্যে নাগাদ টেক্সাসের রব এলিমেন্টরি স্কুলে ঢুকে পড়ে এক বন্দুকধারী কিশোর। ওই প্রাথমিক স্কুলটিতে মোট পড়ুয়ার সংখ্যা ৬০০। স্কুলে ঢুকেই পড়ুয়া শিশুদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে আততায়ী। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৯ জন পড়ুয়া সহ ২০ জনের। আহত হয় অগণিত পড়ুয়া। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীরও। টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট ট্যুইট করে জানান এই মর্মান্তিক ঘটনার কথা।
জানা যাচ্ছে পুলিশের গুলিতে নিহত ওই আততায়ীর নাম সালভাদোর রামোস। তার বয়স ১৮ বছর বলেই সূত্র মারফত খবর। একটি রাইফেল ও একটি হ্যান্ড গান নিয়ে স্কুলটিতে হামলা চালায় সে। এহেন কান্ডে নিহত ছাড়াও আহত হয়েছে অগণিত পড়ুয়া। স্কুলটিতে হামলার খবর পেয়ে সেখানে পৌঁছান ২ পুলিশকর্মী। তাঁদের গুলিতে মৃত্যু হয় আততায়ী কিশোরের। বর্তমানে উভালডে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আহত পড়ুয়ারা। তাদের মধ্যে কার চোট কতখানি গুরুতর তা এখনও বোঝা সম্ভব হয়নি।
Texans are grieving for the victims of this senseless crime & for the community of Uvalde.
Cecilia & I mourn this horrific loss & urge all Texans to come together.
I’ve instructed @TxDPS & Texas Rangers to work with local law enforcement to fully investigate this crime. pic.twitter.com/Yjwi8tDT1v
— Greg Abbott (@GregAbbott_TX) May 24, 2022
দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরের পর এদিনই দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর জাতির উদ্দ্যেশ্যে ভাষণ দিয়ে এই ঘটনার শোক পালনে ২৮ মে সূর্যাস্ত পর্যন্ত দেশের পতাকা অর্ধনমিত রাখার কথা ঘোষণা করেন তিনি। আগ্নেয়াস্ত্র আইনেও কড়াকড়ি আনার কথা ঘোষণা করেছেন বাইডেন।
গত এক দশকের মধ্যে আমেরিকায় হওয়া বন্দুকবাজের হামলার মধ্যে এটিকেই অন্যতম সবচেয়ে ভয়ংকর বলে দাবি করেছে সংবাদসংস্থা এপি। তাদের মতে টেক্সাসের কোনও স্কুলে হওয়া হামলার মধ্যে এটিই ভয়ংকরতম। বলাই বাহুল্য এহেন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট