পরপর দুই শোকের ঘটনা, পল্লবী মৃত‍্যুর ঘটনার সঙ্গে বিদিশার রহ‍স‍্য মৃত‍্যুর মিলল অদ্ভূত যোগসূত্র!

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক রহস‍্য মৃত‍্যুর (Mysterious Death) ঘটনা উঠে আসছে টেলিপাড়া থেকে। গত ১৫ মে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে (Pallabi Dey) এর ঝুলন্ত দেহ। গড়ফার ফ্ল‍্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। তার ঠিক দশ দিন পর ২৫ মে বুধবার আবারো এক উঠতি মডেল তথা অভিনেত্রীর মৃত‍্যুর খবর সামনে এসেছে।

প্রয়াত অভিনেত্রী বিদিশা দে মজুমদার (Bidisha Dey Majumder)। বুধবার দমদমের নাগেরবাজার এলাকার একটি ফ্ল‍্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। মাত্র ২১ বছর বয়স ছিল তাঁর। বাবা মায়ের সঙ্গে ওই ফ্ল‍্যাটে ভাড়া থাকতেন বিদিশা। জানা গিয়েছে, মাত্র দেড় মাস আগেই ওই ফ্ল‍্যাটে এসে উঠেছিলেন তাঁরা।

7 26 16534968733x2 1
পুলিস সুত্রে খবর, বিদিশার ফ্ল‍্যাটে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। একটি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল দেহ। পাশে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে খবর।

মডেলিং জগতে বেশ নাম করেছিলেন বিদিশা। ভাঁড়: দ‍্য ক্লাউন নামে একটি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। তাঁর এমন অকালমৃত‍্যুতে শোকের ছায়া ছড়িয়েছে টেলিপাড়ায়। কিন্তু মৃত‍্যুর পেছনে কারণটা কী তা এখনো জানা যায়নি। বিদিশার মৃত‍্যুটা আত্মহত‍্যা নাকি খুন তা এখনো জানা যায়নি। নাগেরবাজার থানার পুলিস তদন্তে নেমেছে।

উঠতি অভিনেত্রীর পরিবার পরিজন এব‌ং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। বিদিশার দেহ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন‍্য। রিপোর্ট প্রকাশ‍্যে আসার পরেই মৃত‍্যুর প্রাথমিক কারণ জানা যাবে।

অদ্ভূত ভাবে অভিনেত্রী পল্লবী দে এর মৃত‍্যুর সঙ্গে বিদিশার মৃত‍্যুর ঘটনার একটি যোগসূত্র রয়েছে। পল্লবীর মৃত‍্যুর পরেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন বিদিশা। ফেসবুকে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। অথচ তার ঠিক দশ দিন পর একই পরিণতি হল বিদিশারও। দুই ঘটনার মধ‍্যে কোনো মিল বা যোগসূত্র রয়েছে কিনা তা এখনো তদন্ত সাপেক্ষ।

Niranjana Nag

সম্পর্কিত খবর