বিচ্ছেদের চার বছর পর আবার বিয়ের পিঁড়িতে, গাঁটছড়া বাঁধলেন ‘তোমায় আমায় মিলে’র তিতাস

বাংলাহান্ট ডেস্ক: ভরা গরমেও টলিপাড়ায় বিয়ের সানাই বাজার অন্ত নেই। শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmik)। ছিমছাম সুন্দর অনুষ্ঠানে চার হাত এক হয়েছে। বিয়ে ও আংটি বদলের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে সকলের শুভেচ্ছা কুড়িয়েছেন তিতাস।

এই নিয়ে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী। স্বামীর নাম স্নেহাশিস দাস। খাঁটি বাঙালি সাজের বদলে কিছুটা বলিউডি ধাঁচে বিয়ে সেরেছেন দুজনে। হালকা গোলাপি লেহেঙ্গা চোলি পরেছিলেন তিতাস, মাথায় ঘোমটার মতো করে দিয়েছিলেন ওড়না। অন‍্যদিকে রঙ মিলান্তি শেরওয়ানি পরেছিলেন স্নেহাশিসও।

IMG 20220528 005145
পোশাকের সঙ্গে মানানসই গোলাপি ফুলের মালা দুজনের গলায়। তিতাসের শেয়ার করে ছবিতে স্বামীর বুকে হাত রেখে হাসছেন তিনি। ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘যখন আমাদের নূন‍্যতম আশাও থাকে না, ভালবাসা তখনি পথ খুঁজে নেয়। আমরা ধন‍্য যে গোটা বিশ্ব আমাদের পথটা দেখিয়ে দিল। চিরদিনের জন‍্য তোমার স্নেহাশিস।’

https://www.instagram.com/p/CeD9ta6LrHW/?igshid=YmMyMTA2M2Y=

এছাড়াও একটি আংটি বদলের ভিডিও শেয়ার করেছেন তিতাস। ছোট্ট দুটি সিংহাসনের মতো চেয়ারে বসে এনগেজমেন্ট সেরেছেন দুজনে। জানা যাচ্ছে, সপ্তাহ খানেক আগেই আইনি বিয়ে সেরেছিলেন তিতাস স্নেহাশিস। নবদম্পতিকে শুভ কামনা জানিয়েছেন নেটনাগরিকরা।

https://www.instagram.com/p/CeEYH1rBJIE/?igshid=YmMyMTA2M2Y=

ছোটপর্দার বেশ পরিচিত মুখ তিতাস। বহু সিরিয়ালে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালে বেশ প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। বড়পর্দাতেও ‘কাদম্বরী’ ছবিতে জ্ঞানদানন্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এর আগে অভিনেতা সমদর্শী দত্তর সঙ্গে বিয়ে হয়েছিল তিতাসের। তবে ২০১৮ সালে আলাদা হয়ে যান দুজনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর