উদ্বোধনের আগেই আমূল-পরিবর্তন শিয়ালদা মেট্রো স্টেশনের, বড় চমক থাকছে নামেও

বাংলাহান্ট ডেস্ক : পূর্ব-পশ্চিম মেট্রোর নির্মাণ কাজ শেষ হয়ে এসেছে প্রায়। এবার শিয়ালদা মেট্রো স্টেশনকে যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনাও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ৩১মে উদ্বোধন হবে নবনির্মিত শিয়ালদা মেট্রো। উদ্বোধনের আগেই রইল এক বিরাট চমক। নাম পরিবর্তিত হতে পারে শিয়ালদা মেট্রোর।

খবরে প্রকাশ, স্টেশন উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশন বেসরকারি সংস্থার দ্বারা ব্র‍্যান্ডিং করতে চায় রেল। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বিমা সংস্থা, হেলথ কেয়ার সংস্থাকে নামের স্বত্বাধিকারও দিতে চায় কর্তৃপক্ষ। এ বিষয়ে ডাকা হল টেন্ডারও। শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে বসবে ওই কর্পোরেট সংস্থার নাম। স্টেশনে থাকবে তাদের কিয়স্কও। এছাড়াও নামের স্বত্বাধিকার দেওয়া হবে এসপ্ল্যানেড, সেন্ট্রাল পার্ক, দমদম, নোয়াপাড়া ও সল্টলেক স্টেডিয়ামকেও।

তাই উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের অধিকার বেসরকারি সংস্থাকে দেওয়ার জন্য ডাকা হল টেন্ডার। যে সংস্থার নাম নির্বাচিত হবে, শিয়ালদহ নামের সঙ্গে যুক্ত হবে সেই সংস্থার নামই। যেখানেই শিয়ালদহ নাম লেখা থাকবে, সেখানেই ব্যবহৃত হবে ওই সংস্থার নাম। ব্যবহার করা হবে সংস্থার লোগোও। এমনকি স্টেশনের প্রতিটি দরজায় লেখা থাকবে নাম ও লোগো। স্টেশন এলাকার মধ্যেই ১৫০০ বর্গফুট এলাকা সংশ্লিষ্ট সংস্থা নিজেদের বিপননের জন্য ব্যবহার করতে পারবে। রাখতে পারবে কিয়স্ক ও অন্যান্য ব্র্যান্ডিংয়ের সামগ্রীও।

চলতি বছরের ২৫ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র পেলেও এখনও শিয়ালদহ স্টেশন চালু করা হয়নি। রেল বোর্ডের পক্ষ থেকে সঠিক দিন না পাওয়া যাওয়াতেই করা হয়নি উদ্বোধন বলেই সূত্র মারফৎ খবর। তবে নিয়ম অনুসারে অনুমতি পাওয়ার তিনমাসের মধ্যে অর্থাৎ ২৫ জুনের মধ্যেই চালু করতেই হবে শিয়ালদহ মেট্রো। তবে তার আগেই বাণিজ্যিক ভাবে গাঁটছড়া বেঁধে ফেলতে চায় কলকাতা মেট্রোয়।

Sudipto

সম্পর্কিত খবর