সীমা ছাড়িয়েছেন এক সাংসদ! বিচারব্যবস্থা দিকে আঙুল তলায় ইশারায় অভিষেককে নিশানা রাজ্যপালের

বাংলাহান্ট ডেস্ক: নাম না করে এবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যপাল। শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারপতিদের একাংশের দিকে আঙুল তুলেছিলেন তিনি। রবিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সে প্রসঙ্গে মুখ খুললেন জগদীপ ধনকড়। অবিলম্বে মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের।

শিলিগুড়িতে নেমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন রাজ্যপাল। তবে কোনও নাম কিন্তু নেননি তিনি। তবে মন্তব্যের প্রবল নিন্দা করে বলেন, একজন সাংসদ প্রকাশ্য জনসভা থেকে বিচারপতিকে আক্রমণ করছেন। এসএসসি দুর্নীতিতে একজন বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁকে আক্রমণ করে এক সাংসদের এহেন মন্তব্য নিন্দাজনক বলেও মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ে’র। শুধু তাই নয়, সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করছেন বলেও তোপ তাঁর। এই বিষয়ে মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের।

এদিকে, হলদিয়ার সভায় বিচার ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সেই মন্তব্যের প্রেক্ষিতে এদিন কারও নাম না করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জগদীপ ধনকড় বলেন, ”একজন সাংসদ সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। বিচার ব্যবস্থাকে আক্রমণ করাটা বিপজ্জনক প্রবণতা। মুখ্যসচিবকে পদক্ষেপ করতে বলেছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল, সাংসদের মন্তব্যের কথা উল্লেখ করলেও, সরাসরি কারও নাম বলেননি তিনি। তবে শনিবার হলদিয়ার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং তারপর শিলিগুড়িতে রাজ্যপালের এহেন কড়া প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির বিশ্লেষকরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর