বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্বপ্নের অভিষেক মরশুম কাটালো গুজরাট টাইটান্স। শুরুটা হয়েছিল আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপারজায়ান্টসকে হারিয়ে। শেষ হলো আইপিএলের প্রথম মরশুমের বিজেতা রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে। টসে জিতে ২০ ওভার ব্যাট করে গুজরাটকে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান। ১১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। আর আজকে গুজরাটের জয়ে প্রধান নায়ক তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বল হাতে বাটলার, স্যামসন, হেটমায়ারের উইকেট তোলার পাশাপাশি ব্যাট হাতে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি।
. . . . . . . #IPLFinal #RRvGT pic.twitter.com/czTDGupg2I
— GUJARAT TITANS (@Gujrat_titans_) May 29, 2022
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেননি রাজস্থান রয়্যালসের দুই ওপেনার জস বাটলার। বেশ কিছু বড় শট বেরিয়ে আসে দুজনের ব্যাট থেকেই। কিন্তু যশ দয়ালের বলে যশস্বী ফিরতেই রানের গতি কমতে থাকে। এরপর নবম ওভারে বল নিজের হাতে তুলে নেন হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারেই বিপক্ষের অধিনায়ক সঞ্জু স্যামসন (১৪) ফেরত পাঠান। এরপর একে একে তারকা ব্যাটার জস বাটলার ও পরে শিমরণ হেটমায়ারের উইকেটও তুলে নেন তিনি।
পাওয়ার প্লে-এর পর থেকে একবারের জন্যও রাজস্থান ব্যাটারদের শান্তিতে নিঃশ্বাস নিতে দেননি রশিদ খানরা। বল হাতে টুর্নামেন্টে আজ নিজের সেরা পারফরম্যান্সটা করলেন গুজরাট অধিনায়ক। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। ২টি উইকেট নেন সাই কিশোর। দুর্দান্ত বোলিং করে ১টি করে উইকেট পেয়েছেন রশিদ খান এবং যশ দয়াল। কিছুটা রান খরচ করলেও ১ উইকেট পেয়েছেন মহম্মদ শামিও। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেছেন বাটলার। ৩৯ রান করেছেন অরেঞ্জ ক্যাপ জয়ী তারকা।
রান তাড়া করতে নেমে শুরুটা নড়বড়ে করেছিল গুজরাট টাইটান্স। তাড়াতাড়ি ফিরে যান ঋদ্ধিমান সাহা ও ম্যাথু ওয়েড। বোল্টের বলে গিলের ক্যাচ ধরতে ব্যর্থ হন চাহাল। কিন্তু এরপর শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ার ৬৩ রানের পার্টনারশিপ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। হার্দিক আউট হওয়ার পর ১৯ বলে ৩টি চার ও ১টি ছয় সহযোগে ৩২ রান করে ম্যাচ শেষ করে দেন ডেভিড মিলার। শুভমান গিল অপরাজিত থাকেন ৪৩ বলে ৪৫ রান করে।