মাত্র ১৫ টাকায় মিলবে ভরপেট খাবার, যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয়দের কাছে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ। প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমনকি, দূরপাল্লার কোনো যাত্রার ক্ষেত্রেও চোখ বন্ধ করে ভরসা করা যায় রেলপথকে। পাশাপাশি, অন্যান্য পরিবহন মাধ্যমের তুলনায় ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমানও অনেকটাই কম। আর এই কারণগুলির জন্যই রেলকে আমাদের দেশের লাইফ লাইনও বলা হয়ে থাকে।

এমতাবস্থায়, যাত্রীদের ট্রেনে সফরকালে স্বাচ্ছন্দ্য এবং সুবিধার কথা মাথায় রেখে প্রায়শই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় রেল। সেই রেশ বজায় রেখেই এবার নতুন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, এবার যাত্রীদের খিদের চিন্তা দূর করতে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে রাঁচি রেলওয়ে ডিভিশন। মাত্র ১৫ টাকার বিনিময়ে এবার ভরপেট খাবারের ব্যবস্থা করছে তারা।

এই প্রসঙ্গে জানা গিয়েছে, রাঁচি রেলওয়ে ডিভিশনের তৈরি করা চার্টে আপাতত দু’টি মেনু নথিভুক্ত করা হচ্ছে। যার মধ্যে প্রথম মেনুতে মাত্র ১৫ টাকার বিনিময়েই যাত্রীদের ২০০ গ্রাম ভাত, ২০০ গ্রাম ডাল এবং আচার পরিবেশন করা হবে। পাশাপাশি, দ্বিতীয় মেনুতে থাকবে ৭টি পুরি, ১৫০ গ্রাম আলুর তরকারি এবং আচার। আর প্রতিটিক্ষেত্রেই দাম পড়বে মাত্র ১৫ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে এই মেনুর আওতায় রেলস্টেশন সংলগ্ন দোকানে যাত্রীদের সস্তায় খাবার দেওয়ার নিয়ম থাকলেও, অধিকাংশ দোকানই এত কম টাকায় যাত্রীদের খাবার দিতে রাজি ছিল না। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে এবার রেলের তরফে ট্রেনেই এই খাবারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, এর ফলে যাত্রীদের অত্যন্ত সুবিধা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

1003663 irctc food

যদিও, মাথায় রাখতে হবে যে, খাবার পাওয়ার সময় যাত্রীদের ১৫ টাকার পরিবর্তে দিতে হবে ২০ টাকা। কারণ এর মধ্যে ৫ টাকা অতিরিক্ত দিতে হবে মোবাইল ইউনিটের জন্য। এমতাবস্থায়, ট্রেনে ভ্রমণরত যাত্রীদের যখনই খিদে পাবে তখনই তাঁরা এই মেনুগুলির সুবিধা পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর