বাংলা হান্ট ডেস্ক: ভিনগ্রহী তথা এলিয়েনদের নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়। আকাশগঙ্গাতেই অন্তত চারটি এলিয়েনের সভ্যতা থাকতে পারে বলে দাবি করেছেন এক গবেষক। ভাইস অনুযায়ী জানা গিয়েছে, স্পেনের ভিগো বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র আলবার্তো ক্যাবলেরো বলেছেন, ১৯৭৭ সালে আসা এলিয়েনদের “WoW সংকেত”-এর উৎস পাওয়া গেছে। এটি ছিল এক মিনিটেরও বেশি সময় ধরে চলা রেডিও শক্তির এক অদ্ভুত বিস্ফোরণ।
ক্যাবলেরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে, ওহিও স্টেট ইউনিভার্সিটির বড় সংবেদনশীল টেলিস্কোপ থেকে রেডিও তরঙ্গের এই ধরনের বিস্ফোরণ শোনা গিয়েছিল, যা ১ মিনিট ১২ সেকেন্ড যাবৎ স্থায়ী হয়। এই সংকেতগুলির একটি আলফানিউমেরিক কোড ছিল যার নাম ওয়াও সিগন্যাল (WoW Signal)। এদিকে, ৬০ বছর আগে যখন মানুষ পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান শুরু করেছিল তখন থেকে এই সংকেতকেই ভিনগ্রহীদের উপস্থিতির সর্বোত্তম ইঙ্গিত হিসাবে মনে করা হয়।
মূলত, বহু দশক ধরে, গবেষকরা এই সংকেতটি পড়ার চেষ্টা করেছিলেন এবং এর উৎস খুঁজে পেতে চেয়েছিলেন। এখন তাঁর গবেষণাপত্রে, ক্যাবলেরো দাবি করেছেন যে এটি তিনি পড়তে সক্ষম হয়েছেন। “এস্টিমেটিং দ্য প্রেভেলেন্স অফ ম্যালিসিয়াস এক্সট্রাটেরেস্ট্রিয়াল সিভিলাইজেশনস” শিরোনাম দিয়ে ক্যাবলেরো ওই গবেষণাপত্রে জানিয়েছেন যে, এই সংকেতের উৎসও তিনি খুঁজে পেয়েছেন। তাঁর বিশ্বাস, এই সংকেতটি পৃথিবী থেকে ১,৮০০ আলোকবর্ষ দূরে একটি সূর্যের মতো নক্ষত্র থেকে এসেছে।
আপাতত ক্যাবলেরোর গবেষণাকে একটি পরীক্ষার স্তরেই রাখা হচ্ছে। এই প্রসঙ্গে অন্যান্য গবেষকরা বলেছেন ক্যাবলেরোর গবেষণাপত্রের উদ্দেশ্য হল, অন্যান্য বিজ্ঞানীদের সতর্ক করা এবং এমন সভ্যতার সংখ্যা নির্ধারণ করা যা আমাদের কাছে পাঠানো সংকেতগুলিতে সাড়া দিতে পারে।
এদিকে, তাঁর গবেষণায়, ক্যাবলেরো গণনা করেছেন যে, এখনও পর্যন্ত সংকেত সহ কতবার পৃথিবী আক্রমণ করা হয়েছে। তারপর তিনি ভিনগ্রহীদের আকাশগঙ্গার সংখ্যা দিয়ে এটি প্রয়োগ করেন। ক্যাবলেরোর গণনা অনুসারে, পৃথিবীতে আক্রমণ করতে পারে এমন সভ্যতার সংখ্যা প্রায় চারটি। পাশাপাশি, তিনি এলিয়েন তথ্য সম্বলিত সংকেত পাঠানোর বিরুদ্ধে বিজ্ঞানীদের সতর্ক করেছেন। তাঁর আশঙ্কা, এর মাধ্যমে আমরা এলিয়েনদের আক্রমণে উস্কে দিতে পারি।
তবে, নিউইয়র্ক পোস্টের মতে, গবেষক এও হিসেব করেছেন যে, একটি গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষে যতটা বিপদ ঘটতে পারে এলিয়েন আক্রমণে মানব সভ্যতার অবসানের ক্ষতিও ততটাই হতে পারে। এছাড়াও, তাঁর গবেষণাপত্রে, ক্যাবলেরো লিখেছেন যে, এই ধরনের ঘটনা প্রতি ১০০ মিলিয়ন বছরে একবার ঘটে। তাই আপাতত কোনো চিন্তার কারণ নেই।
ক্যাবলেরো আশা করেছেন যে, তাঁর গবেষণায় মহাকাশে বার্তা পাঠানো সত্যিই বিপজ্জনক কিনা তা নিয়ে আলোচনা শুরু করবে। তিনি মনে করেছেন, এই গবেষণা এমন এক সময়ে এসেছে যখন মার্কিন সরকার ক্রমবর্ধমান এলিয়েন জীবনের লক্ষণগুলিকে গুরুত্ব সহকারে নিচ্ছে। যদিও এই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।