বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম, যা আমাদের অবসর সময়কে মনোরঞ্জনের মাধ্যমে ভরিয়ে তুলতে সাহায্য করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সামনে যেমন হাসির ভিডিও উঠে আসে, তো আবার বিভিন্ন পশু পাখিকে কেন্দ্র করে নানান হিংস্র কিংবা খুনসুটির ঘটনারও সাক্ষী থাকি আমরা। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়ে চলেছে, তা দেখে আপনাদের হাসি থামানোই মুশকিল হয়ে পড়বে। এক স্কুলছাত্রের জেনারেল নলেজের প্রমাণ পাওয়া গিয়েছে এই ভিডিওয় আর তা দেখেই মিমের বন্যা বয়ে গিয়েছে।
bhutni ke memes নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওটিতে কোনো এক ক্লাসরুমের চিত্র উঠে এসেছে সকলের সামনে, যেখানে এক রিপোর্টারের দ্বারা অপর এক স্কুলছাত্রকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে দেখা যায়। প্রথমে অবশ্য সবকিছু স্বাভাবিক থাকে; এক্ষেত্রে বাবার পেশা, স্কুলে খাওয়া-দাওয়া এবং পানীয় জল সম্পর্কে জিজ্ঞাসা করে রিপোর্টারটি এবং সেই প্রশ্নের জবাবগুলিও সঠিকভাবে দেয় সে। তবে ভিডিওর পরবর্তী অংশে ঘটে এক অবাক করা কাণ্ড!
View this post on Instagram
এক্ষেত্রে রিপোর্টার জিজ্ঞাসা করে ‘টয়লেট’ শব্দের অর্থ কি? আর তার জবাব দিতে গিয়ে ছাত্রটি প্রথমেই বলে, ‘ক্লাস'(class)। এর পর পুনরায় একবার জিজ্ঞাসা করায় সে জানায় ‘স্কুল'(school)। আর টয়লেট শব্দের এহেন বিচিত্র অর্থ শুনেই হতবাক হয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
ভিডিওটি সম্প্রতি ক্রমশই ভাইরাল হয়ে চলেছে এবং সকল নেট ব্যাবহারকারীরা লাইক ও কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছে।