ফের ভোগান্তি! ব্যান্ডেল শাখায় গোটা জুন মাসে বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন! তালিকা দিল রেল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে কিছুদিন ভোগান্তি সহ্য করার পর সম্প্রতি পূর্ব রেলের ব্যান্ডেল শাখায় যাত্রীদের যাতায়াতের সমস্যা কেটেছিল। টানা রক্ষণাবেক্ষণের কাজ চলায় মে মাসের শেষ সাত দিনের মধ্যে টানা ৭২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশনের ওপর দিয়ে। সদ্য তৈরি হওয়া ‘ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম’ চালু হওয়ার ৩১ তারিখ স্বাভাবিক হয়েছিল ট্রেন চলাচল।

কিছু নিত্যযাত্রীদের হতাশা বাড়িয়ে ৪ঠা জুন থেকে ফের শুরু হচ্ছে ‘ইন্টারলকিং সিস্টেম’ সংক্রান্ত কাজ। এর ফলে শনিবার থেকে শুরু করে আসন্ন জুন মাস শেষ হওয়া অবধি মোট দশটি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে নোটিফিকেশন জারি করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। একমাস পরে ৪ঠা জুলাই থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

পূর্ব রেলের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী দুটি আপ হাওড়া ব্যান্ডেল লোকাল এবং একটি আপ হাওড়া মেমারি লোকাল আপ ট্রেন বাতিল থাকবে গোটা জুন মাসে। উক্ত ট্রেনগুলির নম্বর যথাক্রমে ৩৭২১৩, ৩৭৬৫৫ এবং ৩৭২৪৭। এছাড়া একটি ব্যান্ডেল কাটোয়া লোকাল (৩৭৭৪১) এবং ব্যান্ডেল বর্ধমান লোকালও (৩৭৭৮১) জুন মাসে চলবে না। এই আপ ট্রেনগুলি বাদে ৩৭২১৪ ও ৩৭২৫৬ ডাউন হাওড়া লোকালও ফের চলবে জুলাইয়ের পরে। ডাউন কাটোয়া (৩৭৭৪৬), ডাউন বর্ধমান হাওড়া লোকাল (৩৭৭৮৪) এবং ডাউন মেমারি হাওড়া লোকালও (৩৭৬৫৬) এক মাসের জন্য বন্ধ থাকছে।

bandel 1

কিছুদিন আগে কাজ হওয়ার পরই আবার মাত্র কেন যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে? এই প্রশ্নের উত্তর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী দিয়েছেন। তার বয়ান অনুযায়ী, ‘‘ব্যান্ডেলে যে নতুন ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে তা শেষ হওয়ার পর আরও কিছু প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ করা প্রয়োজন, যার জন্য বাধ্য হয়ে লোকাল ট্রেন সংখ্যা কমাতে হয়েছে যাত্রীদের সমস্যা যতটা কম করা যায় সেটা মাথায় রেখেই ট্রেনগুলিকে বাতিল করার জন্য নির্দিষ্ট হয়েছে।’’


Reetabrata Deb

সম্পর্কিত খবর