একাধিক সম্পত্তি রয়েছে তার নামে! গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে এবার অনুব্রত-কন্যা

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অস্বস্তি যেন কিছুতেই কাটতে চাইছে না! একটি ঝামেলা কাটতে না কাটতেই পরমুহুর্তে যেন অপর একটি সমস্যা দরজায় কড়া নেড়ে চলেছে তাঁর। অতীতে একাধিকবার সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গেলেও এখনো পর্যন্ত ছাড় মেলেনি অনুব্রতর। এর মাঝে তাঁর একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর এবার সিবিআইয়ের নজরে উঠে এলো অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার নাম।

সূত্রের খবর, বীরভূমের জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর থেকে সকল সম্পত্তির হিসাব নেওয়া হয় আর এবার সেই হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দেখার পরেই কাহিনী নিয়েছে নতুন এক মোড়! সেখানে বর্তমানে উঠে এসেছে তৃণমূল নেতার মেয়ের নাম। তবে ভবিষ্যতে তাকেও গোয়েন্দা সংস্থা দ্বারা জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, সে বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা মেলেনি।

সিবিআই সূত্রে খবর, অতীতে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের সময় অনুব্রত মণ্ডল দ্বারা স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দেওয়া হয় আর সেই সম্পত্তির হিসেব খতিয়ে দেখে জানা গিয়েছে যে, 2014 সালে সুকন্যার নামে বেশ কয়েকটি সম্পত্তি কেনা হয় আর সেই সূত্রেই তার ওপর নতুন করে সন্দেহ শুরু করেছে সিবিআই।

anubrata 10

উল্লেখ্য, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ইতিমধ্যে তাঁর চার দেহরক্ষীকেও তলব করে সিবিআই। তবে শুধু তাই নয়, এছাড়াও বীরভূমের এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান, সিউড়ি থানার এক পুলিশ কর্মী এবং বীরভূমের পাথর ব্যবসায়ীও গরু পাচার মামলা জড়িত রয়েছে বলে সন্দেহ সিবিআইয়ের আর এরা প্রত্যেকেই অনুব্রত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তবে বর্তমানে শাসকনেতার মেয়ের নাম উঠে আসায় নতুন কি বিতর্ক জন্ম নেয়, সেটাই দেখার।

Sayan Das

সম্পর্কিত খবর