বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরে ভারতীয় ক্রিকেট একাধিক তারকাকে পেয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, রবি অশ্বিন প্রত্যেকেই ধোনির অধিনায়কত্বে ভারতের হয়ে অভিষেক করেছিলেন। প্রত্যেকেই পরবর্তীকালে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গিয়েছিলেন। কোহলি এবং রোহিত বিশ্ব ক্রিকেটের দুই সেরা ক্রিকেটার, অশ্বিন টেস্ট ক্রিকেটে অসামান্য অবদান রেখে চলেছেন ভারতের হয়ে। জাদেজার এইমুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
এছাড়াও ২০১৬ সালে ধোনির নেতৃত্বে আরও একজন প্রতিশ্রুতিবান অলরাউন্ডারের অভিষেক হয়েছিল। বর্তমানে তিনি বিশ্ব সেরাদের মধ্যে একজন। এখানে বলা হচ্ছে হার্দিক পান্ডিয়ার কথা। বর্তমানে ভারতের তারকা অলরাউন্ডারের উত্থানের পেছনেও ধোনির বড় অবদান রয়েছে। মাঝে বেশ কিছু সময়ের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন, হার্দিক। গুজরাট টাইটান্সের হয়ে সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।
এই মরশুমের আইপিএলে হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে ফিরেছিলেন। তাই তার জাতীয় দলে নিজেকে প্রমাণ করার প্রয়োজন ছিল। সকলের চোখ ছিল তার ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের দিকে। মরশুম শুরুর আগে অনেক খেটে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। হার্দিক ফাইনাল ম্যাচের চার ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন এবং দল যখন ২ উইকেট হারিয়ে ধুঁকছিল তখন ৩৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে টেনে তোলেন। মরশুমে ৪৮৭ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের জাতীয় দলের অভিষেক সংক্রান্ত কথা স্মরণ করতে গিয়ে ধোনির অবদানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “আমার ভারতের হয়ে মাত্র তৃতীয় ম্যাচটি খেলার পর উনি আমায় ডেকে বলেছিলেন যে আমি বিশ্বকাপ খেলবো। আমি আশ্চর্য হয়েছিলাম কিন্তু উনি আমায় আশ্বস্ত করে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যেতে বলেছিলেন।”