অশ্লীল ভাষার জন‍্য রোদ্দুর রায়ের গ্রেফতারি কি উচিত হল? মুখ খুললেন স‍্যান্ডি সাহা

বাংলাহান্ট ডেস্ক: একটা দিনও শান্ত ভাবে কাটছে না কলকাতাবাসীর। কেকের মৃত‍্যু নিয়ে বিতর্ক এখনো স্তিমিত হয়নি। তার মধ‍্যেই বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy) গ্রেফতার হওয়ার খবর আবার চাঞ্চল‍্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব‍্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রোদ্দুর রায়কে।

বিষয়টা নিয়ে মুখ খুলেছেন আরেক জনপ্রিয় ইউটিউবার স‍্যান্ডি সাহা (Sandy Saha)। তিনিও বিতর্কে কম জড়াননি। অশ্লীল ভাষা ব‍্যবহারে তিনিও বেশ ‘দক্ষ’। রোদ্দুর রায়ের গ্রেফতারিতে কী বলছেন স‍্যান্ডি? এই গ্রেফতারিকে সমর্থন করেই তিনি নিজেকে ‘জ্ঞানপাপী’ বলেছেন। তাঁর মতে, রোদ্দুর রায়ের গ্রেফতারির ঘটনা সবাইকে ভাবাবে। এবার থেকে তিনি নিজেও ইউটিউবে কন্টেন্ট বা ভিডিও বানানোর সময়ে সংযত থাকবেন বলে মন্তব‍্য করেছেন রোদ্দুর রায়।

roddur roy 1
স‍্যান্ডি বলেন, শুধু মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করেঅনেক গুণীজনের সম্পর্কেই অশ্লীল ভাষা ব‍্যবহার করেছেন রোদ্দুর রায়। তাই এই পদক্ষেপ সঠিক বলেই মনে করেন তিনি। সোশ‍্যাশ মিডিয়াতে এখন যে কেউ কিছু লেখার আগে দুবার ভাববে।

নিজেও তিনি অশ্লীল ভাষা ব‍্যবহার করেন, এটা মাথায় রেখেই স‍্যান্ডির বক্তব‍্য, ইউটিউবাররা অনেক সময়েই আপত্তিকর শব্দ ব‍্যবহার করে বসেন। ভুলে যান যে বাচ্চারাও সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহার করে। তাই এবার থেকে সকলকেই কন্টেন্ট বানানোর সময়ে এগুলো মাথায় রাখতে হবে। কার সম্পর্কে কথা বলা হচ্ছে সেটা তো অন্তত দেখতে হবে, মন্তব‍্য স‍্যান্ডির।

সম্প্রতি কেকের মৃত‍্যুর পর নজরুল মঞ্চে অনুষ্ঠানের ব‍্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে। কাঠগড়ায় তোলা হয় আয়োজকদের। অভিযোগের আঙুল ওঠে রাজ‍্য সরকারের দিকেও। এ বিষয়েই সম্প্রতি ফেসবুক লাইভে এসে কটুক্তির পর কটুক্তি করেছিলেন রোদ্দুর রায়।

IMG 20220420 213919 3
রূপঙ্কর বাগচী থেকে শুরু করে ঘটনার দিন নজরুল মঞ্চে উপস্থিত থাকা বিধায়ক মদন মিত্রকেও আক্রমণ করেছিলেন তিনি। মুখ‍্যমন্ত্রীর নাম সরাসরি না নিয়ে ‘দিদি’ বলে অশালীন মন্তব‍্য করেছিলেন রোদ্দুর রায়।

শুধু নজরুল মঞ্চের ঘটনায় থেমে থাকেননি তিনি। রাজ‍্য সরকারের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এবং অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়কে একযোগে কুরুচিকর আক্রমণ শানিয়েছিলেন রোদ্দুর। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিপদে পড়েন তিনি। পাটুলি সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল তাঁর নামে। অবশেষে মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার হন রোদ্দুর রায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর