সদ্য প্রকাশিত ICC র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন জাদেজা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজই প্রকাশিত হয়েছে আইসিসির নতুন টেস্ট র‍্যাঙ্কিং। আর সেই নতুন র‍্যাঙ্কিংয়ের অলরাউন্ডারদের মধ্যে অলরাউন্ডারদের তালিকাটি খুশি করবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। কারণ সেই তালিকায় শীর্ষস্থান দুটি ধরে রেখেছেন দুই ভারতীয় তারকা। রবীন্দ্র জাদেজা এখনও টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছেন টেস্ট ক্রিকেটে ভারতের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অলরাউন্ডার রবি অশ্বিন। তাদের পরেই রয়েছেন নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার অলরাউন্ডার কাইল জেমিসন।

অশ্বিন অবশ্য শুধু অলরাউন্ডার নন, টেস্ট বোলারদের তালিকাতেও দুই নম্বরে রয়েছেন। তার সামনে শুধু অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। অশ্বিনের থেকে ৫১ পয়েন্টে এগিয়ে তিনি। তারকা পেসার যশপ্রীত বুমরা একধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গিয়েছেন। তিন নম্বরে উঠে এসেছেন কিউয়ি পেসার কাইল জেমিসন। এই দুজন ছাড়া বোলারদের তালিকায় শীর্ষ দশে আর কোনও ভারতীয় নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে দু ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডারসন।

ব্যাটারদের তালিকায় ভারতের অবস্থা আরো করুন। রোহিত শর্মা এই মুহূর্তে ৭৫৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছেন। বিরাট কোহলি ৭৪২ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে টিকে রয়েছেন এখনও। দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ জো রুট দু ধাপ উঠে দুই নম্বরে উঠে এসেছেন। তার সামনে শুধু অস্ট্রেলিয়ার মার্নার্স লাবুশানে।

নীচে আইসিসি প্রকাশিত ক্রমতালিকাগুলি তুলে ধরা হলো:


Reetabrata Deb

সম্পর্কিত খবর