প্রয়াত কিংবদন্তিদের শ্রদ্ধার্ঘ‍্য, কলকাতার দূর্গাপুজোর থিমে এবার লতা-সন্ধ‍্যা-বাপ্পি লাহিড়ী

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সঙ্গীত জগতের জন‍্য ২০২২ এক অভিশপ্ত বছর। একের পর এক নক্ষ‍ত্র পতন হয়েছে এ বছরে। বিদায় নিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায় (Sandhya Mukhopadhyay), ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) মতো কিংবদন্তিরা। কিছুদিন আগে সুরলোকে পাড়ি দিলেন কেকে-ও। সঙ্গীতের এই দিকপাল ব‍্যক্তিত্বদের তাই সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা দূর্গোৎসবে।

পুজোর থিমে ফুটে উঠবে কেকের শেষ অনুষ্ঠান, এ খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার দক্ষিণ কলকাতার পুজো কমিটির তরফে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হল তিন কিংবদন্তি লতা মঙ্গেশকর, সন্ধ‍্যা মুখোপাধ‍্যায় এবং বাপ্পি লাহিড়ীকে।

lata mangeskar
ভবানীপুর দূর্গোৎসব কমিটির এ বছরের থিম ‘দ‍্য গোল্ডেন মিউজিক‍্যাল এরা’তে বিরাজ করবেন তিন কিংবদন্তি শিল্পী। এ বছরে ৫৭ তম বর্ষে পা দিতে চলেছে এই পুজো। সেই উপলক্ষেই তাদের এই অভিনব শ্রদ্ধাঞ্জলি। ভবানীপুর দূর্গোৎসব কমিটির সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরী সংবাদ মাধ‍্যমকে জানান, থিমের সঙ্গে সামঞ্জস‍্য রেখে মণ্ডপে তিন কিংবদন্তির মূর্তি বসানোর পরিকল্পনা করা হয়েছে।

লতা মঙ্গেশকর, সন্ধ‍্যা মুখোপাধ‍্যায় ও বাপ্পি লাহিড়ীর গান তো বাজবেই মণ্ডপে। পাশাপাশি গানের বাইরেও তাঁদের ভালবাসা কোন বিষয়ে ছিল, তাঁদের জীবনযাপনের কিছু অংশ জানতে পারবেন মানুষ। টালিগঞ্জের আর্ট ডিরেক্টররা থিম অনুযায়ী মণ্ডপ তৈরি করতে চলেছেন বলে জানা গিয়েছে।

সঙ্গীতের থিমে পুজো। আর সেখানে গান বাজনা হবে না তা কি হয়? চারদিন ধরে চলবে বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি এই থিমের উপরে একটি গানও বাঁধা হতে চলেছে বলেও জানা গিয়েছে। সেই গান কুমার শানু কিংবা আশা ভোঁসলের মতো শিল্পী গাইতে পারেন বলে খবর।


Niranjana Nag

সম্পর্কিত খবর