‘চারটে পয়সার জন‍্য দাঁড়িয়েছিলাম, বাবা মায়ের ওষুধ কেনার টাকা নেই’! ট্রোলের উত্তরে ভাইরাল মীরের কমেন্ট

বাংলাহান্ট ডেস্ক: বুদ্ধিমত্তা এবং সার্কাজমে মীর আফসার আলিকে (Mir Afsar Ali) টেক্কা দেওয়া শুধু কঠিনই নয়, না মুমকিন হ‍্যায়! তাঁর প্রায় প্রতিটি পোস্টেই কেউ না কেউ ট্রোল করেন। আর কোনো ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলে তো আর কথাই নেই। মৌলবাদীরা রে রে করে ছুটে আসেন। কিন্তু মীরের ক্লান্তি নেই। তিনি হাসতে ভালবাসেন, হাসাতেও ভালবাসেন। আর এই কাজটা খুব ভালভাবেই জানেন ‘মীরাক্কেল’ এর সঞ্চালক।

মীরের প্রতিটি পোস্টের কমেন্ট বক্সেই উপচে পড়ে মন্তব‍্য। বিচিত্র সব কমেন্টের কোনো একটি নজর কাড়লে উত্তরও দেন মীর। তবে অবশ‍্যই নিজস্ব স্টাইলে। আর তাঁর উত্তর দেওয়ার ধরণ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটমাধ‍্যমে। যেমন সম্প্রতি একটি কমেন্ট ঘুরপাক খাচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়।

1640090518 mir 2
সম্প্রতি একটি টেলিভিশন চ‍্যানেলের আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন মীর। অনুষ্ঠান শেষে ছবি তোলার কথা মনে পড়েছে তাঁর। মঞ্চের উপরে নীল কালো কাজ করা পাঞ্জাবি, পাজামা পরে পোজ দিয়েছেন মীর। সঙ্গে ক‍্যাপশন, ‘একটা ব‍্যস্ত দিনের শেষে, একটা ছবি তো বনতা হ‍্যায় মালিক!’

মীরের স্টাইলের প্রশংসা করে বেশ কিছু কমেন্ট এসেছে। কিন্তু একটি মন্তব‍্যেরই উত্তর দিয়েছেন মীর। কী সেই কমেন্ট? একজন বেশ কটাক্ষের সুরেই লিখেছেন, ‘আগে ভালভাবে শিক্ষা অর্জন করুন। তারপর সম্মানের জন‍্য স্টেজে দাঁড়াবেন।’

https://www.instagram.com/p/CeoWOH4v5x1/?igshid=YmMyMTA2M2Y=

এমন গুরুগম্ভীর মন্তব‍্য দেখে একটু রসিকতা করার লোভ সামলাতে পারেননি মীর। সটান ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, ‘ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। চারটে পয়সার জন‍্য দাঁড়িয়েছিলাম। বাবা মায়ের ওষুধ কেনার টাকা নেই।’

FB IMG 1655012580699
ভাইরাল কমেন্ট

কমেন্টটি ভাইরাল হতে সময় লাগেনি। নেটিজেনরা বলছেন, একেবারে উচিত জবাব দিয়েছেন মীর। আবার অনেকের প্রশ্ন, জেনেশুনে কেন যে মীরকে খোঁচা মারতে আসেন! শেষে নিজেই ট্রোল হন নিন্দুকরা। কয়েকজন আবার বলছেন, সবই লাইমলাইটে আসার নিনজা টেকনিক। তবে মীরের সপাটে উত্তর যে নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে তা বলা বাহুল‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর