বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) কানায় কানায় পূর্ণ নেপোটিজমে (Nepotism)। বাবা মা তারকা হলেই অভিনয় না জানা সত্ত্বেও সন্তানরা চলে আসেন ইন্ডাস্ট্রিতে, এ অভিযোগ উঠছে বহুদিন ধরে। এভাবেই বলিউডে জায়গা করেছেন জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, সারা আলি খানরা। ভবিষ্যতে ডেবিউ করবেন বলে পা বাড়িয়ে রেখেছেন আরো একগুচ্ছ স্টার কিড। এই তালিকায় পড়েন আহান শেট্টিও (Ahan Shetty)।
সুনীল শেট্টির (Sunil Shetty) ছেলে আহান। ইতিমধ্যেই অভিনয়ে পা রেখেছেন তিনি। ‘তড়প’ ছবির হাত ধরে বলিউডে সফর শুরু করেন আহান। বলা বাহুল্য, সে ছবি ফ্লপ হয়েছিল। এবার নেপোটিজমের অস্তিত্বও স্বীকার করে নিলেন তিনি। সুনীল শেট্টির ছেলে হওয়ায় বলিউডে টিকে থাকার লড়াইটা তাঁর কাছে অনেকটা সহজ, অকপটে জানালেন আহান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নেপোটিজম মানি। আমি নেপোটিজমের প্রোডাক্ট। আমার বাবা একজন অভিনেতা। আমিও অভিনেণা হতে চেয়েছিলাম। আর এটা সত্যি যে আমাদের কাছে ব্যাপারটা অনেকটাই সহজ। আমি কোনোটাই অস্বীকার করব না। কিন্তু দিনের শেষে সবাইকেই পরিশ্রম করতে হয়। বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আরো বেশি পরিশ্রম করতে হয়। এই ইন্ডাস্ট্রির অংশ হতে পেরে আমি খুব খুব গর্বিত। আর আমি এটার সুযোগ ওঠাতে চাইনা। তাই আমি শুধু মাথা নীচু করে কাজটা করে যাব।”
সম্প্রতি অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডসে তড়প ছবির জন্য সেরা ডেবিউ পুরুষ অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আহান। তিনি জানান, তাঁর নাম ঘোষনা হওয়ার আগেই মা উচ্ছ্বসিত হয়ে ছিলেন। আর পাশে দাঁড়ানো বাবা সুনীল শেট্টির চোখে জল দেখেছিলেন আহান।
প্রসঙ্গত, তড়প ছবিতে আহানের বিপরীতে ছিলেন তারা সুতারিয়া। তেলুগু ছবি আর এক্স ১০০ এর হিন্দি রিমেক ছিল সেটি। তবে বক্স অফিসে তেমন ভাল ফল করতে পারেননি ছবিটি। শুধু আহানের অভিনয় প্রশংসিত হয়েছিল।