বাংলা হান্ট নিউজ ডেস্ক: মেরি কম, সরিতাদেবী-দের উত্তরসূরি হিসেবে কিছুদিন আগেই বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন নিখাত জারিন। কিন্তু তারপরেও হতাশ এই তারকা মহিলা বক্সার। জানিয়েছেন তার কৃতিত্বের চেয়ে তার ধর্মীয় পরিচয় নিয়েই এখনো তাকে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়। তেলেঙ্গানা তারকা এবার এই নিয়ে একটা বড় বিবৃতি রেখেছেন।
নিখাত জারিন তার বয়ানে বলেছেন, “আমি একজন বক্সার। আমি যখন রিংয়ে নামি তখন আমি আমার দেশের হয়েই অবতীর্ণ হই, কোনও ধর্মকে জেতাতে অবতীর্ণ হই না। পদক যে যাতে আমার ভালো লাগে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামি আমি হিন্দু-মুসলিম বিতর্ক উস্কে দেওয়ার জন্য নয়।” এই মুহূর্তে ধর্মীয় বিভাজন নিয়ে উত্তাল ভারত। তার মধ্যে নিখাত জারিনের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এরপরে ভারতীয় বক্সিংয়ের প্রসঙ্গ নিয়েও আলোচনা করেছেন নিখাত। তার মতে শুধু ভারতীয় বক্সাররাই নয়, ভারতীয় ক্রীড়াবিদদের অনেকেই মানসিক শক্তির দিক দিয়ে পিছিয়ে রয়েছেন তার মধ্যে বড় ম্যাচের চাপ সামলাতে দরকার হয় মনের জোর এবং সেইদিকটাতেই ভারতীয় ক্রীড়াবিদরা এখনো বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন। এটি কাটিয়ে ওঠার জন্য দরকার বিশেষ প্রশিক্ষণ দরকার বলে মনে করেন তারকা বক্সার।
টোকিও অলিম্পিকের আগে একবার সংবাদ মাধ্যম গুলির শিরোনামে এসেছিলেন নিখাত। অলিম্পিকের যোগ্যতাঅর্জনের আগে মেরি কমের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। কিংবদন্তি বক্সারকে পরোক্ষ নিশানা করে সৎভাবে ট্রায়াল নেওয়ার দাবি করেছিলেন তিনি। নিখাত কে হারিয়েই অলিম্পিক যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন মেরি। সেই ম্যাচের পর সৌজন্য দেখিয়ে মেরির সাথে হাত মেলাতে গিয়েছিলেন নিখাত। কিন্তু কিংবদন্তি বক্সার পাত্তাই দেননি নিখাতকে। সেই প্রসঙ্গ উঠলে খারাপ লাগে তা স্বীকার করে নিয়েছেন, তবে ওই নিয়ে এখন আর তিনি মাথা ঘামান না বলে জানিয়েছেন নিখাত।