ট্রেনের টিকিটে লেখা এই নম্বরটির রয়েছে বিরাট বিশেষত্ব! ভ্রমণ করার আগে অবশ্যই জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে (Train) ভ্রমণ করেন না এমন ব্যক্তি কার্যত খুঁজে পাওয়া মুশকিল। কারণ, আমাদের দেশে যাতায়াতের অন্যতম মাধ্যম হল ট্রেন। মূলত, ট্রেনে চড়তে হলে আমাদের নির্ধারিত গন্তব্যের জন্য টিকিট কাটতে হয়। আর সেই টিকিট ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে যে তাতে ৫ টি সংখ্যার একটি বিশেষ নম্বর রয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেই নম্বরের বিশেষত্বটিই সবার মাঝে উপস্থাপিত করব।

আপনার যাত্রা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয় এই নম্বর:
মূলত, এই নম্বরটি আপনার ট্রেনের পরিচিতি থেকে শুরু করে ক্যাটাগরি পর্যন্ত সবকিছু বলে দেয়। আসুন জেনে নিই এই নম্বরের আসল অর্থ কি! মূলত, এই নম্বরে ৫ টি সংখ্যা থাকে। শূন্য থেকে শুরু করে ৯ পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়েই তৈরি হয় এই নম্বর। পাশাপাশি, প্রতিটি সংখ্যার আলাদা আলাদা অর্থ রয়েছে। মূলত, এখানে প্রথম সংখ্যা  জিরো (শূন্য) মানে এটি একটি বিশেষ ট্রেনকে বোঝায়। যার মানে ওই ট্রেনটি কোনো ছুটি বা উৎসব উপলক্ষ্যে বিশেষ ভাবে চালানো হচ্ছে। প্রধানত, হোলি/দীপাবলির সময়ে এই বিশেষ ট্রেনগুলির চলাচল পরিলক্ষিত হয়।

১ থেকে ৪ পর্যন্ত সংখ্যার মানে:
অপরদিকে, প্রথম সংখ্যা ১ মানে হল এই ট্রেনটি অনেক দূরত্ব ভ্রমণ করে। অর্থাৎ, রাজধানী, শতাব্দী, সম্পর্ক ক্রান্তি, গরীব রথ এবং দুরন্তের মত ট্রেনগুলি এই ক্যাটাগরিতে পরে। এছাড়াও, ১ এবং ২ সংখ্যাটি উভয়ই একই বিভাগে পড়ে। পাশাপাশি, প্রথম সংখ্যা ৩ হওয়ার মানে হল এই ট্রেনটি কলকাতার সাব আর্বান ট্রেন। এছাড়াও, সংখ্যা ৪ হলে ট্রেনটি নয়াদিল্লি, চেন্নাই, সেকেন্দ্রাবাদ এবং অন্যান্য মেট্রো শহরের সাব আর্বান ট্রেন হিসেবে বিবেচিত হবে।

৫ থেকে ৯ পর্যন্ত সংখ্যার মানে:
এদিকে, প্রথম সংখ্যা ৫ মানে হল এটি একটি প্যাসেঞ্জার ট্রেন। যদি প্রথম সংখ্যা ৬ হয় তবে সেটি একটি মেমু (MEMU) ট্রেন হবে। একই সময়ে, DEMU ট্রেনের ক্ষেত্রে প্রথম সংখ্যা ৭ হবে। পাশাপাশি, প্রথম সংখ্যা ৮ হলে সেটি হবে একটি সংরক্ষিত ট্রেন। এছাড়াও, প্রথম সংখ্যায় ৯ থাকলে সেটি মুম্বাইয়ের সাব আর্বান ট্রেন বলে গণ্য হবে।

দ্বিতীয় এবং পরবর্তী সংখ্যা:
এই ৫ সংখ্যার নাম্বারে, দ্বিতীয় এবং পরবর্তী সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে মিলে যায়। যদি একটি ট্রেনের প্রথম সংখ্যা ০,১ এবং ২ দিয়ে শুরু হয়, তাহলে বাকি চারটি অক্ষর রেলওয়ে জোন এবং বিভাগ নির্দেশ করে।

সংখ্যা অনুযায়ী রেলওয়ে জোন:
০-কোঙ্কন রেলওয়ে।
১- সেন্টাল রেলওয়ে, ওয়েস্ট-সেন্ট্রাল রেলওয়ে, নর্থ-সেন্ট্রাল রেলওয়ে।
২- সুপারফাস্ট, শতাব্দী এবং জন শতাব্দী। এই ট্রেনগুলির পরবর্তী সংখ্যাগুলি জোন কোড নির্দেশ করে।
৩- ইস্টার্ন রেলওয়ে এবং ইস্ট-সেন্ট্রাল রেলওয়ে।
৪-নর্থ রেলওয়ে, নর্থ-সেন্ট্রাল রেলওয়ে, নর্থ-ওয়েস্ট রেলওয়ে।
৫- ন্যাশনাল ইস্টার্ন রেলওয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে।
৬- সাউথার্ন রেলওয়ে এবং সাউথার্ন-ওয়েস্ট রেলওয়ে।
৭- সাউথার্ন -সেন্ট্রাল রেলওয়ে এবং সাউথার্ন-ওয়েস্ট রেলওয়ে।
৮- সাউথার্ন-ইস্টার্ন রেলওয়ে ইস্ট কোস্টাল রেলওয়ে।সাউদার্ন ইস্টার্ন রেলওয়ে এবং ইস্ট কোস্টাল রেলওয়ে।
৯- ওয়েস্টার্ন রেল, নর্থ-ওয়েস্টার্ন রেল এবং ওয়েস্টার্ন-সেন্ট্রাল।

TRAIN 2 2

এছাড়াও, জানিয়ে রাখি, যেসমস্ত ট্রেনের প্রথম সংখ্যা ৫,৬,৭ এর মধ্যে একটি হয়, তাদের দ্বিতীয় সংখ্যাটি জোনকে নির্দেশ করে এবং বাকি সংখ্যাগুলি ডিভিশন কোডকে চিহ্নিত করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর