বাংলাহান্ট ডেস্ক: মা, শব্দটার সঙ্গে জড়িয়ে কতই না আবেগ। মানুষটা চলে গেলেও তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি গুলো রয়ে যায়। সেই সব স্মৃতি মনে পড়তেই চোখে জল অভিনেতা অনিল কাপুরের (Anil Kapoor)। ছেলের জন্য নিজে হাতে জামা সেলাই করে দিতেন মা, সেকথা মনে করেই চোখ ছলছল বর্ষীয়ান অভিনেতার।
সম্প্রতি ‘সুপারস্টার সিঙ্গার ২’ রিয়েলিটি শো তে অতিথি হয়ে এসেছিলেন অনিল। সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবানী। আসন্ন ছবি ‘যুগ যুগ জিও’র প্রচার করতে এসেছিলেন তাঁরা। সেখানেই এক প্রতিযোগীর গান শুনে আবেগঘন হয়ে পড়েন অনিল।
এদিন মণি নামে এক প্রতিযোগী ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গানটি গেয়ে শোনান শোয়ের মঞ্চে। গান শেষ হতে তাঁর মা-ও মঞ্চে উঠে আসেন। দুজনের সঙ্গে কথা বলতে গিয়ে অনিল নিজের ছোটবেলার কিছু স্মৃতি শেয়ার করেন। মা কীভাবে তাঁর জামা সেলাই করে দিতেন সেকথা মনে করে চোখ ছলছল করে ওঠে অনিলের।
অভিনেতা বলেন, “আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেলাই মেশিন ছিল, হাতেও চলত আবার পায়েও চলত।” প্রতিযোগীর মায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনি যেভাবে এই শার্ট প্যান্ট বানান, আমার মা-ও আমার জন্য জামা সেলাই করে দিতেন। আর আজ আমি এখানে। আপনিও অনেক বড় হবেন।”
মায়ের কথা বলার সময়ে চোখে জল এসে যায় অনিল কাপুরের। তাঁকে জড়িয়ে ধরেন বরুন। সোনি টিভির তরফে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনি ও রবিবার রাত আটটার সময়ে সম্প্রচারিত হয় সুপারস্টার সিঙ্গার ২।
https://twitter.com/SonyTV/status/1537001214273105922?t=d2W8MAbkbkGscRhR_7p7vA&s=19
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘যুগ যুগ জিও’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন অনিল কাপুর, বরুন ধাওয়ান এবং কিয়ারা আডবানী। কিছুদিন আগেই মুম্বই মেট্রোতে উঠে প্রচার করতে দেখা গিয়েছিল তিনজনকে। বড়া পাও খেতে খেতে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অনুমতি ছাড়া মুম্বই মেট্রোতে খাবার নিয়ে ওঠায় রোষের মুখে পড়েছিলেন তিন তারকা।
অনিল, বরুন এবং কিয়ারা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নীতু কাপুর, প্রাজক্ত কোলি এবং মনীশ পল। রাজ মেহতার পরিচালনায় এবং ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় যুগ যুগ জিও মুক্তি পেতে চলেছে আগামী ২৪ জুন।