বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে মাত্র চারটে দিন। তারপরেই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল উড়ে যাবে ইংল্যান্ড। সেখানে একটি টেস্ট ম্যাচ খেলে তারপর সীমিত ওভারের সিরিজ খেলতে নামবে ভারত। আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা সহ আরো অনেক তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঘরের মাঠে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেও ইংল্যান্ড এর বিরুদ্ধে একমাত্র টেস্টটিই হতে চলেছে টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার আসল পরীক্ষা।
এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ রয়েছেন রোহিত শর্মা। তার কোনো শারীরিক চোট-আঘাতের কথা এখনও অবধি জানা যায়নি সেই জন্য তিনি বাকি ভারতীয় দলের সঙ্গে ট্র্যাভেল করবেন। ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গেছেন চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শুভমান গিল। তাদের সাথে রোহিত শর্মা যেহেতু উড়ে যান নি তাই একটা গুজব উঠেছিল যে তিনি চোট পেয়েছেন।
দুর্ভাগ্যজনকভাবে অভিজ্ঞ ব্যাটসম্যান লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত। তিনি জার্মানি উড়ে যাবেন তার কুঁচকির চোটের চিকিৎসা করাতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই এই চোট পেয়েছিলেন রাহুল। তিনি গোটা ইংল্যান্ড সিরিজ মিস করবেন। রাহুল শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নেমেছিলেন ফেব্রুয়ারি মাসে। এরপর গোটা আইপিএল মরশুমে দুর্দান্ত ছন্দে ছিলেন। লখনউয়ের অধিনায়ক হিসেবে ৬১৬ রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১৩৫.৮৩ এবং ৫১.৩৩ গড়ে ব্যাটিং করেছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলে ভারত কয়েকটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে টি-টোয়েন্টি সিরিজের আগে। জুলাই মাসের ১ তারিখে ডারবিশায়ারে বিরুদ্ধে ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তারপর জুলাইয়ের ৩ তারিখে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে রোহিত শর্মার দল।